বেঙ্গালুরু নয় মোহালিতেই ক্যারিয়ারের ১০০তম টেস্ট খেলবেন কোহলি
শুভব্রত মুখার্জি: মোহালিতে নিজের ক্যারিয়ারের ১০০তম টেস্ট খেলতে চলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন এই ম্যাচ আয়োজন করবে বলেই কার্যত নিশ্চিত। জল্পনা ছিল বিরাট কোহলি তার ক্যারিয়ারের ১০০ তম টেস্ট ম্যাচ খেলতে চলেছেন তার ‘দ্বিতীয় বাড়ি’ বেঙ্গালুরুতে। তবে সেই জল্পনা বাস্তবে সত্যি হল না। চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাটের কাছে শেষ ১৪ বছর ধরে কার্যত ঘরের মাঠ। তাই এই জল্পনা দানাও বেঁধেছিল।
পূর্ব ঘোষণা অনুযায়ী আসন্ন শ্রীলঙ্কা সিরিজ শুরু হয়ার কথা ছিল টেস্ট ম্যাচের মধ্যে দিয়ে। তবে লঙ্কান বোর্ডের তরফে বিসিসিআইয়ের কাছে অনুরোধ করা হয়েছিল টি-২০’র মধ্যে দিয়ে সিরিজ শুরুর। সেই অনুরোধ মেনে নিয়েই এবার টি-২০ সিরিজ দিয়েই শুরু হবে শ্রীলঙ্কার ভারত সফর। সিরিজে দুটি টেস্ট এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে শ্রীলঙ্কা দল। ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ উত্তরপ্রদেশে প্রথম টি-২০ ম্যাচ দিয়ে ভারত সফর শুরু করবে শ্রীলঙ্কা। ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি ধর্মশালাতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় এবং তৃতীয় টি-২০ ম্যাচ।
৩-৭ মার্চ মোহালিতে খেলা হবে ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট। ফলে আর কোনও রকম পরিবর্তন না হলে কার্যত মোহালিতেই তার ক্যারিয়ারের ১০০ তম টেস্ট খেলবেন বিরাট। মার্চের ১২-১৬ বেঙ্গালুরু খেলা হবে দ্বিতীয় টেস্ট। বেঙ্গালুরু টেস্ট দিন রাতের টেস্ট খেলা হবে কিনা সেই বিষয়ে অবশ্য কোন নিশ্চয়তা পাওয়া যায়নি। উল্লেখ্য পুরনো সূচি অনুযায়ী বেঙ্গালুরুর টেস্ট ম্যাচ দিয়ে শ্রীলঙ্কা সিরিজ শুরু হয়ার কথা ছিল।
For all the latest Sports News Click Here