বেঙ্গালুরুতে ভারতের ১০ জন মিলে বিরল নজির গড়লেন, এমন রেকর্ড কল্পনাও করা যাবে না
মাত্র দু-একটি বাউন্ডারি বা ওভার-বাউন্ডারি, তাতেই যে টেস্টের ইতিহাসে এমন সর্বকালীন রেকর্ড গড়া যা, তা আগে থেকে অনুমান করা সম্ভব ছিল না। বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ডে-নাইট টেস্টে ভারতীয় দল এমন এক নজির গড়ে, যার কথা কেউ কল্পনাও করতে পারবেন না।
আসলে চিন্নাস্বামীতে ভারতীয় দলের মোট ১০ জন ক্রিকেটার ব্যাট করতে নেমে প্রথম ও দ্বিতীয় ইনিংসে অন্তত একবার করে বলকে বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন। একমাত্র জসপ্রীত বুমরাহ এই দলে নাম লেখাতে পারেননি। বুমরাহ প্রথম ইনিংসে ১০ বল খেলে কোনও রান না করেই অপরাজিত থাকেন। দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট করার সুযোগই পাননি। দলের বাকি ১০ জন ক্রিকেটার দুই ইনিংসেই অন্তত ১টি করে চার বা ছক্কা মেরেছেন।
টেস্টের ইতিহাসে এমন নজির আর কোনও দলের নেই। একই টেস্টের দুই ইনিংসে কোনও দলের ১০ জন বা তারও বেশি ক্রিকেটারের বাউন্ডারি মারার ঘটনা এই প্রথম। সেদিক থেকে চিন্নাস্বামীতে বিরল রেকর্ড গড়ে টিম ইন্ডিয়া।
উল্লেখ্য, বেঙ্গালুরুর ডে-নাইট টেস্টে শ্রীলঙ্কাকে ২৩৮ রানের বড় ব্যবধানে হারিয়ে দেয় ভারত। সেই সঙ্গে রোহিত শর্মারা ২-০ ব্যবধানে টেস্ট সিরিজের দখল নেন।
For all the latest Sports News Click Here