বেঁকে বসেছেন সলমন, অনিশ্চিত ‘নো এন্ট্রি ২’-এর ভবিষ্যত! বড় সিদ্ধান্ত পরিচালকের
চিত্রনাট্য তৈরি, প্রি-প্রোডাকশনের কাজ সম্পূর্ণ। আগামী বছরই শ্যুটিং ফ্লোরে যাওয়ার দিনক্ষণ ঠিক ছিল ‘নো এন্ট্রি ২’-এর। কিন্তু আচমকাই মাথায় বাজ পরিচালকের! সংবাদমাধ্য়মে পরিচালক অনিজ বাজমি আগেই জানিয়েছেন ১০জন অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে তৈরি হবে ‘নো এন্ট্রি’র সিক্যুয়েল। খুব সম্ভবত ছবির নাম হবে ‘নো এন্ট্রি মে এন্ট্রি’। কিন্তু কেন আটকে গেল ছবির কাজ? বলিউডে এমনও গুঞ্জন শোনা যাচ্ছে, চিরকালের মতো বন্ধ হয়ে যেতে পারে এই ছবি।
সূত্রের খবর, ‘নো এন্ট্রি ২’ থেকে মুখ ঘুরিয়ে নিলেন ভাইজান। এই ছবির শ্যুটিংয়ে একেবারেই আগ্রহী নন সলমন। বরঞ্চ একের পর এক প্রোজেক্টের জন্য নিজের তারিখ দিয়ে চলেছেন সলমন। ভাইজানের এই অনীহা দেখে অনিজ বাজমিও অন্য প্রোজেক্টের কাজ শুরু করেছেন। কেন সলমনের এমন অবস্থান? সূত্রের খবর আইনি ঝামেলা এড়াতেই সলমন নাকি এই প্রোজেক্ট নিয়ে আগ্রহী নন।
‘নো-এন্ট্রি’ ফ্রাঞ্চাইসির আইনি সত্ত্ব রয়েছে বনি কাপুরের কাছে। নো এন্ট্রির সহ-প্রযোজক ছিল সাহারা মোশন পিকচার্স, যার বর্তমানে কোনও অস্তিত্ব নেই। তাই কাজ আরও কঠিন হয়ে গিয়েছে। তবে ঘনিষ্ঠমহলে বনি কাপুর জানিয়েছেন সলমন তাঁর কাছ থেকে এই ছবির স্বস্ত্ব কেনবার কোনওরকম প্রস্তাব রাখেননি। তেমনটা ঘটলে নির্দ্বিধায় সলমনকে কপি রাইটস দিতে তৈরি তিনি।
এবার জানা যাচ্ছে, নতুন করে ছবির চিত্রনাট্য সাজাচ্ছেন অনিজ। সলমনকে ছাড়াই নাকি ফ্লোরে যাবে ‘নো এন্ট্রি ২’। যদিও এব্যাপারে প্রকাশ্যে কিছুই জানাননি পরিচালক।
২০০৫ সালে মুক্তি পেয়েছিল ‘নো এন্ট্রি’। অনিস বাজমি পরিচালিত ও বনি কাপুর প্রযোজিত এই ছবিতে দেখা মিলেছিল সলমন খান, অনিল কাপুর, ফরদিন খান, এষা দেওল, বিপাশা বসু, লারা দত্ত, সেলিনা জেটলিদের। ২০০২ সালের তামিল ছবি ‘চার্লি চাপলিন’-এর রিমেক ছিল ছবিটি, এবং ২০০৫ সালের সবচেয়ে বেশি ব্যবসাও করেছিল।
তাই আপতত তাকে তুলে রাখা হয়েছে ‘নো এন্ট্রি ২’-এর চিত্রনাট্য। নতুন বছরে নতুন সলমনকে দেখা যাবে ‘কিসিকা ভাই, কিসিকা জান’ ছবিতে। পাশাপাশি পরের বছর দিওয়ালিতে আসছে সলমন-ক্যাটরিনার ‘টাইগার ৩’।
For all the latest entertainment News Click Here