‘বৃষ্টি’ শোলাঙ্কির প্রশংসায় পঞ্চমুখ যিশু, ‘ঘরে ঘরে পৌঁছে গিয়েছে ও’
এই প্রথম বাংলা ছবিতে সারোগেসি, সিঙ্গেল ফাদার-এর গল্প উঠে এসেছে ‘বাবা বেবি ও’-তে। যেখানে আধুনিক গল্প বলেছেন পরিচালক পারিবারিক প্রেক্ষাপটে।চল্লিশোর্ধ সিঙ্গেল ফাদার মেঘ রোদ্দুরের গল্প বলেছেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হয়েছে সে, অথচ তাঁর জীবন আচমকাই পালটে যাবে বৃষ্টির আগমনে। মেঘ রোদ্দুরের ভূমিকায় যিশু সেনগুপ্ত আর বৃষ্টির ভূমিকায় শোলাঙ্কি রায়। ইতিমধ্যেই যিশু-শোলাঙ্কির ‘মায়াবী’ রসায়ন মুগ্ধ করেছে দর্শকদের। উল্লেখ্য, ‘বাবা বেবি ও’ ছবির মাধ্যমেই বড়পর্দায় ডেবিউ করলেন শোলাঙ্কি।
এবার শোলাঙ্কির প্রশংসায় পঞ্চমুখ যিশু সেনগুপ্ত। ‘দর্শক বলছে বটে বড়পর্দায় প্রথমবার হাজির হয়েই ও কাঁপিয়ে দিয়েছে, কিন্তু সত্যিটা হল বহুদিন ধরে ছোটপর্দায় ঠিক এই কাজটাই করে আসছে শোলাঙ্কি। তাই অভিনেত্রী হিসেবে ওঁর অভিজ্ঞতাও ফেলনা নয়। আর কারও যদি ছোটপর্দায় অভিনেতা-অভিনেত্রী হিসেবে এই মাপের অভিজ্ঞতা থাকে, তাহলে বড়পর্দায় অভিনয় করাটা তাঁর কাছে কোনও ব্যাপারই নয়। আর ছোটপর্দা যেভাবে কাঁপিয়েছে শোলাঙ্কি, তাতে হলফ করে বলতে পারি ঘরে ঘরে পৌঁছে গিয়েছে ওঁর নাম। ওঁর গুণ হচ্ছে, অভিনয় নিয়ে যদি ওঁকে পরামর্শ দেওয়া হয় তা চট করে গ্রহণ করে। সত্যি, বলতে কী শোলাঙ্কির এই সাফল্যে আমিও খুব খুশি। চাই, আরও বেশি সংখ্যক মানুষের কাছে ওঁর কাজ পৌঁছে যাক।’
‘বাবা বেবি ও’ নিয়ে ছবির পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের কথায়, ‘বাবা, বেবি ও একটি ভিন্ন স্বাদের প্রেমের গল্প এবং সম্পূর্ণ পারিবারিক বিনোদনমূলক ছবি’। মেঘ রোদ্দুর আর বৃষ্টির প্রেমের উপখ্যান নিয়ে গত ৪ঠা ফেব্রুয়ারি বক্স অফিসে হাজির হয়েছেন যিশু-শোলাঙ্কি।
For all the latest entertainment News Click Here