বৃষ্টি পড়তেই ধুয়ে গেল ‘ব্যাজবল’, বোল্যান্ডদের ভয়ংকর বোলিংয়ে দিশেহারা ইংল্যান্ড
শুভব্রত মুখার্জি: অ্যাশেজের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা একেবারে জমে যাওয়ার কথা ছিল। তবে বাধ সাজল বৃষ্টি। বৃষ্টিবিঘ্নিত দিনে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে অল-আউট করে দেয় ইংল্যান্ড। সাত রানের অল্প লিডও পেয়ে গিয়েছিল বেন স্টোকস বাহিনী। এরপরেই দিনের শেষে অল্প রানে নিজেদের দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গিয়েছেন জো রুটরা। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন শেষে তাদের লিড মাত্র ৩৫ রানের। পড়ে গিয়েছে দুই উইকেট।
ব্রেন্ডন ম্যাককালাম এবং বেন স্টোকসের চিন্তা বাড়িয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে এজবাস্টনে বল সুইং করতে শুরু করেছে। অজি পেসারদের বল দু’দিকেই সুইং করছে। ফলে সমস্যায় পড়তে হয়েছে ইংল্যান্ড ব্যাটারদের। বিশেষত তৃতীয় দিনের প্যাট কামিন্স এবং স্কট বোল্যান্ড যেটুকু বোলিং করেছেন, তাতে ভয়ংকর হয়ে উঠেছেন। একটি করে উইকেট নিয়েছেন তাঁরা। বিশেষজ্ঞদের আশঙ্কা, যেভাবে বল সুইং করছে, তাতে করে এই পরিস্থিতিতে ইংল্যান্ডের নয়া ‘ব্যাজবল’ নীতি এজবাস্টনে তাদের দ্বিতীয় ইনিংসে আদৌও কার্যকরী হবে তো?
তৃতীয় দিনের খেলা বৃষ্টিতে (৩৩ ওভারও বল করা যায়নি) অনেকটাই নষ্ট হয়ে যাওয়ার ফলে অনেকেই আবার প্রথম দিনে বেন স্টোকসের ইনিংস ঘোষণা করাকে সাধুবাদ জানিয়েছেন। প্রথমদিনে স্টোকস বাহিনী আট উইকেটে ৩৯৮ রান করে ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিল। জো রুট অপরাজিত ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তাঁকে যোগ্যসংগত দেন জনি বেয়ারস্টো (৭৮) এবং জ্যাক ক্রলি (৬১)।
আরও পড়ুন: Ashes 2023: টেস্ট ক্রিকেটকে উপভোগ্য করার চেষ্টা করছি, না হলে বাঁচানো যাবে না: পল কলিংউড
জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৩৮৬ রানে অল-আউট হয়ে যায়। ওপেনার উসমান খোয়াজা ১৪১ রানের অনবদ্য ইনিংস খেলেন। তাঁকে যোগ্যসংগত দেন ট্র্যাভিস হেড (৫০),ক্যামেরন গ্রিন (৩৮), অ্যালেক্স ক্যারি (৬৬) এবং অধিনায়ক প্যাট কামিন্স (৩৮)। স্টুয়ার্ট ব্রড এবং ওলি রবিনসন তিনটি করে উইকেট নেন। ফলে মাত্র সাত রানের লিড পায় ইংল্যান্ড।
আরও পড়ুন: ENG vs AUS: উইকেটের পিছনে নয়, সামনেই ৬ ‘স্লিপ’ ফিল্ডার, স্টোকসের উদ্ভট ফিল্ডিংয়ে আউট খোয়াজা- ভিডিয়ো
দ্বিতীয় ইনিংসে তাদের দুই ওপেনার জ্যাক ক্রলি এবং বেন ডাকেট শুরুটা ভালো করেছিলেন। বিনা উইকেটে ২৭ রান উঠেও গিয়েছিল। এরপরেই ঘটে ছন্দপতন। ২৭ রানেই দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। সাত রান করা ক্রলিকে ফেরান বোল্যান্ড এবং ১৯ রান করা ডাকেটকে ফেরান কামিন্স। ফলে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় দুই উইকেটে ২৮ রান। লিড ৩৫ রানের। হাতে রয়েছে আট উইকেট।
For all the latest Sports News Click Here