বৃষ্টির সন্ধ্যায় সুরের মূর্ছনায় ভাসলেন সুরজিৎ, সঙ্গী কন্যা অন্বেষা
বৃষ্টিমুখর সন্ধ্যায় গোটা পরিবার মিলে একটি সুরেলা মুহূর্তের সৃষ্টি করলেন সুরজিৎ চট্টোপাধ্যায়। ভূমির অন্যতম প্রাণ পুরুষ, তথা প্রধান গায়ককে এদিন মেয়ের সঙ্গে একদম অন্য মুডে দেখা গেল। সলিল চৌধুরীর একটি জনপ্রিয় গানের ইন্সট্রুমেন্টাল কভার করেন তাঁরা এদিন।
একটি টেবিলের সামনের গিটার হাতে বসে থাকতে দেখা যায় গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়কে। তাঁর পিছনে তাঁর কন্যা, অন্বেষা ভায়োলিন হাতে দাঁড়িয়ে। দুজনে মিলে ‘জিন্দেগি ক্যায়সি ইয়ে পেহলি হে হ্যায়’ গানটির ধুন বাজাচ্ছিলেন এই দুই যন্ত্রের সাহায্যে। অন্যদিকে ক্যামেরার পিছনে ছিলেন তাঁর স্ত্রী। বৃষ্টির সন্ধ্যায় এভাবেই গোটা পরিবারকে নিয়ে গায়ক সঙ্গীত চর্চায় মেতে ওঠেন। তাঁদের বাদ্যযন্ত্রের সুরে যে আলাদা একটা পরিবেশ তৈরি হয়েছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না।
এই ভিডিয়ো পোস্ট করে সুরজিৎ লেখেন, ‘হঠাৎ করে বৃষ্টির দিনে ৩ জনে মিলে , দুজন ক্যামেরার সামনে একজন ক্যামেরার পেছনে।’ সঙ্গে তিনি গিটার, ভায়োলিন এবং ক্যামেরার ইমোজি পোস্ট করেন। সঙ্গে হ্যাশট্যাগ ব্যবহার করে লেখেন, সলিল চৌধুরী, জিন্দেগি ক্যায়সি ইয়ে পহেলি হে হায়, আনন্দ, হৃষিকেশ মুখোপাধ্যায় লেখেন।
তাঁর এই পোস্টে ভক্তদের কমেন্টের বন্যা উপচে পড়েছে। এক ব্যক্তি টনাদের শুভ কামনা জানিয়ে লেখেন, ‘আহা কি দারুণ। মান্না দে সঙ্গে রাজেশ খান্না ও সঙ্গে সুরজিৎ দার উপস্থাপনা। ফাটাফাটি।’ আরেকজন লেখেন, ‘আহা! আহা! প্রিয় গান! প্রিয় শিল্পীদের মায়াময় আবেশ! আহা!’ অন্য আরেকজন লেখেন ‘খুব সুন্দর উপস্থাপনা অন্বেষা। দারুণ বাজিয়েছ। সঙ্গে পছন্দের শিল্পী তো আছেই। আর ফটোগ্রাফারকে সেটাও আমরা সবাই জানি।’
প্রসঙ্গত সুরজিৎ চট্টোপাধ্যায় কেবলই ভূমির অন্যতম সদস্য নন, তিনি সুরজিৎ ও বন্ধুরা ব্যান্ডের প্রধান গায়ক। এছাড়া তিনি একাধিক ছবিতেও কাজ করেছেন। ভূমি ব্যান্ডের সৌমিত্র রায় এবং সুরজিৎ চট্টোপাধ্যায়কে শেষবার প্রাক্তন ছবিতে দেখা গিয়েছিল।
For all the latest entertainment News Click Here