বৃষ্টিতে শ্রীলঙ্কার জয়ের সম্ভাবনা কমায় আজই নিশ্চিত হতে পারে ভারতের WTC ফাইনাল
এমনটা নয় যে, আমদাবাদ টেস্টে ভারত নিতান্ত বেকায়দায়। বরং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টে টিম ইন্ডিয়ার হারার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। তবে জয়ের সম্ভাবনা উজ্জ্বল, এমনটাও বলা যাবে না।
উল্লেখযোগ্য বিষয় হল, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার প্রশ্নে আমদাবাদ টেস্টে ভারতের হার আর ড্র কার্যত সমান। সরাসরি ডব্লিউটিসি ফাইনালের টিকিট হাতে পেতে ভারতকে জিততেই হবে আমদাবাদ টেস্ট। নতুবা নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের ফলাফলের দিকে তাকিয়ে থাকবে হবে।
চমক হল এটাই যে, ভারত যদি আমদাবাদ টেস্ট না জিততে পারে, তবে শ্রীলঙ্কার সামনেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার শর্ত একটাই। তাদের নিউজিল্যান্ড সিরিজের ২টি টেস্টেই জিততে হবে। এক্ষেত্রে একটি টেস্ট হারা বা ড্র করা মানে লড়াই থেকে সিংহলিদের ছিটকে যাওয়া নিশ্চিত।
সোমবার ভারত যেখানে আমদাবাদ টেস্টের শেষ দিনের লড়াইয়ে নামছে, ঠিক সেদিনই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্টচার্চ টেস্ট শেষ করছে শ্রীলঙ্কা। অর্থাৎ শ্রীলঙ্কা এক্ষেত্রে হারলে বা ক্রাইস্টচার্চ টেস্ট ড্র হলে ভারত নিশ্চিন্তে আমদাবাদ টেস্ট ড্র করার পথে হাঁটতে পারে। কেননা, সেক্ষেত্রে রোহিতদের হাতে আগেই চলে আসবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট এবং সেই সঙ্গে আমদাবাদ টেস্ট ড্র করে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ও নিশ্চিত করতে পারবে।
আরও পড়ুন:- WPL 2023 Points Table: সব ম্যাচ জিতে এক নম্বরে মুম্বই ইন্ডিয়ান্স, অর্ধেক টুর্নামেন্ট শেষে তলানিতে RCB- পয়েন্ট টেবিল
সেই সম্ভাবনাই প্রবল হয়ে দেখা দেয় প্রকৃতির বদান্যতায়। ক্রাইস্টচার্চ টেস্ট জেতার জন্য় শেষ দিনে নিউজিল্যান্ডের দরকার ছিল ২৫৭ রান। তাদের হাতে ছিল ৯টি উইকেট। তবে বৃষ্টিতে শেষ দিনের খেলা নির্ধারিত সময়ে শুরুই করা যায়নি। ভিজে আউটফিল্ডের জন্য দিনের প্রথম সেশনের খেলা ভেস্তে যায়। দ্বিতীয় সেশনের বেশ কিছুটা সময় নষ্ট হয়। সুতরাং, নিউজিল্যান্ড ব্যাটিং বিপর্যয়ে না পড়লে বাকি সময়ের মধ্যে কিউয়িদের হারানো মুশকিল হবে শ্রীলঙ্কার পক্ষে। অর্থাৎ, ভারত এক্ষেত্রে আমদাবাদ টেস্ট না জিতেও সোমবারই নিশ্চিত করতে পারে টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালের টিকিট।
আরও পড়ুন:- BAN vs ENG: পচা শামুকে পা কাটল বিশ্বচ্যাম্পিনদের, বাংলাদেশের কাছে T20 সিরিজ হার বাটলারদের
বৃষ্টিতে সকাল সকাল খেলা শুরু করা যায়নি বলেই ক্রাইস্টচার্চ টেস্টের শেষ দিনে তাড়াতাড়ি লাঞ্চের বিরতি নেওয়া হয়। লাঞ্চের পরে খেলা শুরু হয়। ফের প্রকৃতি বাধ না সাধলে সারা দিনে খেলা হওয়ার কথা অন্ততপক্ষে ৫৩ ওভার। এক্ষেত্রে চায়ের বিরতি নেওয়া হবে না। ৫৩ ওভারে ম্যাচ জয়ের লক্ষ্যে পৌঁছতে হলে ওয়ান ডে-র গতিতে রান তুলতে হবে নিউজিল্যান্ডকে, যা অসম্ভব নয়। তবে দিনের শুরুতেই ৩৭ ওভারের খেলা নষ্ট হওয়ায় শ্রীলঙ্কার কাজ কঠিন হয়ে দাঁড়ায়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here