বুমরাহ T20-র সেরা বোলার! মেনে নিলেন ICC T20 র্যাঙ্কিং-এর শীর্ষে থাকা হ্যাজেলউড
অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন, টিম ইন্ডিয়া এরপরে আরও একটি ধাক্কা খেয়েছে। ভারতের ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহও ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবেন বলে মনে করা হচ্ছে। তাঁর পিঠের সমস্যার কারণে তাঁকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি থেকে বাইরে রাখা হয়েছিল। এবার সে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন।
এর আগে পিটিআই জানিয়েছিল যে জসপ্রীত বুমরাহকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মিস করতে চলেছে টিম ইন্ডিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তা পিটিআইকে জানিয়েছিলেন, ‘বুমরাহ নিশ্চিতভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন না। তার পিঠের অবস্থা গুরুতর। এটি একটি স্ট্রেস ফ্র্যাকচার এবং তিনি ছয় মাসের জন্য বাইরে থাকতে পারেন।’ এরপরেই জোশ হ্যাজেলউড জানিয়েদিলেন এমনটা হলে টিম ইন্ডিয়ার বড় ক্ষতি হতে চলেছে।
আরও পড়ুন… T20 World 2022 এর পুরস্কার মূল্য ঘোষিত, প্রথম রাউন্ডে আউট হলেও মিলবে মোটা টাকা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বুমরাহের তেজ দেখে ছিল গোটা ক্রিকেট বিশ্ব। যেখানে তিনি আট-ওভারের খেলায় নিজের কোটার বল করে দুটি উইকেট শিকার করেছিলেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে আউট করেছিলেন নিজের নিখুঁত ইয়র্কারের মধ্যে দিয়ে। ফিঞ্চের সতীর্থ উইকেট টেকার ফাস্ট বোলার জোশ হ্যাজলউড স্বীকার করেছেন যে বুমরাহ সম্ভবত সংক্ষিপ্ততম ফর্ম্যাটে বিশ্বের সেরা বোলার। শুক্রবার সকালে সিডনিতে সাংবাদিকদের হ্যাজেলউড বলেন, ‘যতদূর আমি মনে করি সে সম্ভবত টি-টোয়েন্টি ফর্ম্যাটের সেরা বোলার।’ তবে আসল বিষয় হল হ্যাজেলউড হলেন বর্তমানে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় বোলার।
জসপ্রীত বুমরাহ সম্পর্কে আইসিসি টি টোয়েন্টির এক নম্বর বোলার জোশ হ্যাজেলউড বলেন, ‘তাঁকে আইপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করতে দেখেছি। ভারতে শেষ কয়েকটি খেলায় অবিশ্বাস্য কিছু ইয়র্কার করেছেন তিনি। তাঁর গতির পরিবর্তন সত্যি অসাধারণ। তারা (টিম ইন্ডিয়া) সত্যিই তাঁকে মিস করতে চলেছে।’ Cricket.com.au জোশ হ্যাজলউডকে উদ্ধৃতি করে বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি অনেক দিক থেকেই বোলারদের জন্য ভালো। মাঠ বড়, উইকেটের গতি একটু বেশি হতে পারে এবং আপনি সেই বড় বাউন্ডারিগুলো আপনার সুবিধার জন্য ব্যবহার করতে পারেন।’
আরও পড়ুন… কমলা টুপি নাও জিততে পারে, তবে সে ম্যাচ জেতাতে পারে! এই তারকার প্রেমে পড়লেন কাইফ
অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জোশ হ্যাজলউড বিশ্বাস করেন যে অস্ট্রেলিয়ায় বড় বাউন্ডারি এবং দ্রুত পিচের সুবিধা নেওয়া যেতে পারে। ১৬ অক্টোবর থেকে শুরু হবে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেক আসর। জোশ হ্যাজলউড, যিনি ২০২১ সালে প্রথমবার অস্ট্রেলিয়ার শিরোপা জিতেছিলেন সেই দলের অংশ ছিলেন। অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন দল ২২ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে। গত বছর ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল।
For all the latest Sports News Click Here