বুমরাহ ফিট, তবু তাঁকে কেন রাখা হল না দলে? পন্তকে পাঠানো হচ্ছে NCA-তে
রোহিত শর্মা নেটে ব্যাটিং শুরু করে দিয়েছেন। স্বাভাবিক ভাবেই রোহিত মনে করছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের সময়ে অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহের শেষের দিকে তিনি পুরোপুরি ফিট হয়ে উঠবেন। যে কারণে ৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা টি-টোয়েন্টি সিরিজ না খেললেও, ওডিআই সিরিজের দলে নাম রয়েছে তাঁর। এ দিকে বাংলাদেশ সফরের পর কেএল রাহুল এবং বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। জানা গিয়েছে, দুজনের কেউই বিরতি চাননি, তবে নির্বাচকেরা মনে করেছেন তাঁদের বিরতি প্রয়োজন।
জসপ্রীত বুমরাহকে আবার ফিট ঘোষণা করা হয়েছিল এবং নির্বাচনের জন্য তিনি উপলব্ধও ছিলেন। কিন্তু নির্বাচকেরা তাঁকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নন। তাঁরা বুমরাহের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে চান। এই প্রশিক্ষণের মাধ্যমে একটি ম্যাচে যে চাপ নিতে হয়, সেই চাপটাই বুমরাহের উপর দেওয়া হবে। এবং আন্তর্জাতিক ক্রিকেটে বুমরাহকে ফেরানোর আগে, তিনি কী ভাবে সেই চাপটা ধরে রাখেন, তা দেখতে চান।
আরও পড়ুন: পন্ত বাদ সাদা বল থেকে, T20-তে অধিনায়ক হার্দিক, বিশ্রাম ‘কোহলি-রোহিতকে’
সেই কারণেই রবীন্দ্র জাদেজা এখনও আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। নির্বাচকেরা তাঁকে একই প্রশিক্ষণের মাধ্যমে দেখে নিতে চান, তিনি কী ভাবে চাপটা নিতে পারেন। আসলে পুরোপুরি ম্যাচ ফিটনেস নিশ্চিত করতেই এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে শক্তি বৃদ্ধি এবং কন্ডিশনিংয়ের জন্য ঋষভ পন্তকে এনসিএ-তে পাঠানো হয়েছে। টিম ম্যানেজমেন্ট মনে করে, টেস্টে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে এবং এই বছর ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর তাঁর এই বিরতির প্রয়োজন রয়েছে। প্রসঙ্গত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের মধ্যে তিনটিতে জিততেই হবে ভারতকে।
আরও পড়ুন: মীরপুরে ভারতকে জেতানোর পুরস্কার, ICC Test Rankings-এ বড় লাফ অশ্বিন, শ্রেয়সের
মঙ্গলবার রাতে শ্রীলঙ্কা সফরের জন্য যে ওডিআই এবং টি-টোয়েন্টি দল নির্বাচন করা হয়েছে, তাতে বড় চমক হল, কেএল রাহুল একদিনের সিরিজের দলের থাকার পরেও হার্দিক পাণ্ডিয়াকে সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত করা। টি-টোয়েন্টি সিরিজের দলে রোহিত, বিরাট, কেএল রাহুল না থাকায়, নেতৃত্ব দেবেন হার্দিক। রোহিত পরবর্তী সাদা-বলের অধিনায়ক হিসেবে হার্দিকই ভাবনায় রয়েছেন, এটা সম্ভবত তারই ইঙ্গিত।
শিখর ধাওয়ানকে ওডিআই টিম থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও তিনি ওডিআই দলের অধিনায়কত্ব করেছিলেন, যখন দলের প্রধান খেলোয়াড়রা গত দু’বছরে টি-টোয়েন্টিতে মনোযোগ দিয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে-তে রোহিতের অনুপস্থিতিতে ডাবল সেঞ্চুরি করেন ইশান কিষাণ। ওপেনিং স্লটের জন্য লড়ছেন শুভমন গিলও। এমন কী পন্তকেও ওপেনার হিসেবে একেবারে উড়িয়ে দেওয়া যায় না, যদিও তাঁর জায়গাটি আপাতত মিডল অর্ডারে বলেই মনে করা হচ্ছে।
For all the latest Sports News Click Here