বুমরাহ-পন্ত না থাকায় চাপে থাকবে ভারত, WTC ফাইনালে অজিদের এগিয়ে রাখলেন চ্যাপেল
আইপিএল শেষ হলেই ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আর সেই ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। তা নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞ এবং প্রাক্তন ক্রিকেটাররা আগাম ভবিষ্যৎবাণী শুরু করে ফেলেছে। তবে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার ঋষভ পন্ত এবং জসপ্রীত বুমরাহ।
শুধু তাই নয়, এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই চোটের জন্য ছিটকে গিয়েছেন কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ার। যা তাদের ব্যাটিং গভীরতায় অনেকটা প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। ইয়ান চ্যাপেল জানান, অস্ট্রেলিয়ার শক্তিশালী পেস বোলিং লাইনআপ ভারতীয় শিবিরে চোটের সমস্যা এবং গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের অনুপস্থিতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে অনেকটাই এগিয়ে রাখবে। চ্যাপেল আরও মনে করেন, চোট-প্রবণ হার্দিক পান্ডিয়ার লাল বলের ক্রিকেট না খেলা ভারতের ক্ষতি করে।
তিনি ইএসপিএন ক্রিকইনফোর জন্য লেখা একটি কলমে জানান, ‘জসপ্রীত বুমরাহ ও ঋষভ পন্তের চোট আঘাতের সমস্যা এই খেলাতে ভারতের উপর খারাপ প্রভাব ফেলবে। এর সঙ্গে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার লাল বলের ক্রিকেটে না থাকা ভারতের অনেকটাই ক্ষতি করে। অন্যদিকে যদি অস্ট্রেলিয়ার দুর্দান্ত ত্রয়ী জোরে বোলার জুটি প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউডকে পাওয়া যায় তাহলে অস্ট্রেলিয়াকে অনেকটাই এগিয়ে রাখবে। ওরা খুব ভাল বোলার। যেকোনও মুহূর্তে দলকে এগিয়ে দিতে পারে। তবে ভারতীয় পেসার মহম্মদ শামি মহম্মদ, সিরাজ এবং উমেশ যাদব কোনও অংশে উইকেট তোলার ক্ষেত্রে পিছিয়ে নেই।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন খেলতে যাওয়ার আগে ভারতের অধিকাংশ ক্রিকেটার আইপিএল খেলছেন। এই খেলা শেষ হতে না হতেই শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনাল। তবে ইয়ান মনে করেন, আইপিএল থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়া ক্রিকেটারদের উপর খুব একটা খারাপ প্রভাব পড়বে না। তিনি বলেন, ‘এই ম্যাচের আগাম ভবিষ্যৎবাণী করা খুব মুশকিল। চোট আঘাতের সমস্যাটা অন্যরকম। তবে এখন চলা আইপিএলে অধিকাংশ ক্রিকেটারই যুক্ত রয়েছে যারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলবে। একটি টেস্ট ম্যাচের খেলার উপর আইপিএল প্রভাব ফেলতে পারে। তবে ইংল্যান্ডের মাটিতে কিছুটা হলেও অস্ট্রেলিয়ার পেসাররা সুবিধা পাবে। তবে আমি আশা করি খুব ভালো একটা ম্যাচ আমরা দেখতে পারব।’
For all the latest Sports News Click Here