বুমরাহের পরিবর্তে বিশ্বকাপে কে? ঠিক করবেন শামিই! কার্যত বুঝিয়ে দিলেন দ্রাবিড়
জসপ্রীত বুমরাহের পরিবর্ত হিসেবে ভারতীয় দলের প্রথম পছন্দ হলেন মহম্মদ শামি। তা কার্যত বুঝিয়ে দিলেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়। সেইসঙ্গে তাঁর স্পষ্ট ইঙ্গিত, ফিট থাকলে শামিকেই প্রথম দলে অন্তর্ভুক্ত করা হবে।
মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচের পর দ্রাবিড় বলেন, ‘আমরা বিষয়টি (জসপ্রীত বুমরাহের পরিবর্ত হিসেবে কে দলে আসবেন) দেখছি। আমাদের হাতে ১৫ অক্টোবর পর্যন্ত সময় আছে। শামি স্ট্যান্ড-বাই হিসেবে আছে। আমাদের দুর্ভাগ্য যে ও এই দুটি সিরিজে খেলতে পারেনি (করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি শামি)। (বুমরাহ চোটের জন্য ছিটকে যাওয়ায় পরিবর্ত কে হবেন, তা নির্ধারণের ক্ষেত্রে) শামি খেললে ভালো হত।’
দ্রাবিড় আরও বলেন, ‘ও আপাতত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আছে। ও কতটা সেরে উঠছে, তা নিয়ে আমাদের হাতে রিপোর্ট আসবে এবং করোনাভাইরাস থেকে সেরে ওঠার ১৪-১৫ দিন ওর শারীরিক অবস্থা কী থাকে, তা দেখে সিদ্ধান্ত নেব আমরা। আমি একবার হাতে রিপোর্ট পেলে, তখন আমরা (ভারতীয় নির্বাচকরা) সিদ্ধান্ত নিতে পারবেন যে আগামিদিনে কীভাবে এগিয়ে যেতে হবে (বুমরাহের পরিবর্ত হিসেবে কাকে বিশ্বকাপের দলে নেওয়া হবে)।’
আরও পড়ুন: ‘ফাস্ট বোলার হতে চাইলে জিমে এই কাজটি মোটেও করা উচিত নয়’, কীভাবে চোট এড়িয়ে থাকা যাবে, পরামর্শ দিলেন ব্রেট লি
বুমরাহের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে ঢোকার ক্ষেত্রে যে শামি এগিয়ে আছেন, সেই ইঙ্গিত দেন ভারতীয় পুরুষ দলের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে বুমরাহ। সেই পরিস্থিতিতে আমাদের এমন একজন বোলারকে খুঁজে বের করতে হবে, যে আগে অস্ট্রেলিয়ায় বল করেছে। তবে কে সেই বোলার হবে, তা এখনই জানি না। আমরা অস্ট্রেলিয়ায় যাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখব। সেখানেই জানতে পারব।’
আরও পড়ুন: Jasprit Bumrah’s cryptic message: ‘ঘেউ-ঘেউ করা সব কুকুরের জন্য…’, IPL কটাক্ষের জেরে বুমরাহের নিশানায় ট্রোলাররা?
উল্লেখ্য, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের জার্সিতে আর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে খেলেননি। এমনকী টি-টোয়েন্টি দলের বৃত্তের ধারেকাছেও তাঁকে রাখা হয়নি বলে দাবি করা হয়েছিল। কিন্তু বুমরাহ এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ায় শামিকে দলে নেওয়ার দাবি উঠেছিল। সেটা না হলেও অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের আগে করোনায় আক্রান্ত হন। তার জেরে একটিও ম্যাচ খেলতে পারেননি শামি।
For all the latest Sports News Click Here