বুমরাহর ফিটনেস নিয়ে আপডেট দিলেন দ্রাবিড়, কোচের কথায় রয়েছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত
পিঠের চোটে আসন্ন টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত বুমরাহ, সংবাদ সংস্থা পিটিআইয়ের এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকেই জোর চর্চা শুরু হয় এই বিষয়ে। দলের এক নম্বর পেসার না থাকলে বিশ্বকাপে ভারতের শক্তি কমবে সন্দেহ নেই। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এখনও সরকারিভাবে বুমরাহর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়ে কিছু জানানো হয়নি।
বিসিসিআই বিজ্ঞপ্তি জারি করে চলতি দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বুমরাহর ছিটকে যাওয়ার খবর জানিয়েছে। তাঁর পরিবর্তে দলে ঢুকিয়ে দেওয়া হয়েছে মহম্মদ সিরাজকে।
বুমরাহকে নিয়ে বোর্ডের এমন ধীরে চলো নীতির পরেই আশা-অশঙ্কা দুই-ই দানা বেঁধেছে ভারতীয় সমর্থকদের মনে। তার উপর বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বুমরাহকে এখনই টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে দিতে রাজি না হওয়ায় জল্পনা বাড়ে। তবে কি বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠবেন বুমরাহ? এমন প্রশ্ন ঘোরাফেরা করতে থাকে ভারতীয় ক্রিকেটমহলে।
সেই জল্পনাটাকেই উসকে দিলেন টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দ্রাবিড়। গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের আগের দিন দ্রাবিড় বুমরাহর ফিটনেস নিয়ে আপডেট দেন। তিনিও কার্যত ঝুলিয়ে রাখেন জসপ্রীতের ভবিষ্যৎ।
আরও পড়ুন:- Women’s Asia Cup: দিনের আলোয় পুকুর চুরি, বারবার রিপ্লে দেখেও ভুল সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের, সমালোচনা করলেন যুবরাজ
ভারতের হেড কোচ বলেন, ‘আপনারা জানেন যে, জসপ্রীত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজ থেকে ছিটকে গিয়েছে। ও এনসিএ-তে গিয়েছে। আমরা পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানার জন্য অপেক্ষা করছি। এই সিরিজ থেকে ছিটকে গেলেও আগামী কয়েকদিনে পরিস্থিতি কেমন থাকে সেদিকে তাকিয়ে রয়েছি। পরবর্তী সিদ্ধান্ত নিয়ে সরকারিভাবে নিশ্চয়তা পাওয়ার পরেই এবিষয়ে আপনাদের জানাতে পারব।’
আরও পড়ুন:- Irani Trophy 2022: রঞ্জি ও দলীপ ট্রফির ফাইনালের পরে এবার ইরানিতে ঝোড়ো সেঞ্চুরি সরফরাজের
দ্রাবিড় আরও বলেন, ‘আমি সত্যিই মেডিক্যাল রিপোর্ট গভীরভাবে খতিয়ে দেখিনি। আসলে বিশেষজ্ঞরা আমাকে যে আপডেট দেয়, তার উপরেই নির্ভর করি। ও মেডিক্যাল টিমের নজরদারিতে রয়েছে। তাড়াতাড়িই সব কিছু জানতে পারব। যতক্ষণ না ও সরকারিভাবে ছিটকে যাচ্ছে, আমরা আশাবাদী। আমরা সর্বদাই ভালো কিছুর জন্য আশাবাদী থাকি।’
For all the latest Sports News Click Here