বুবলীকে ভুলে ফের নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন শাকিব? গুঞ্জনের জবাব দিলেন পূজা
শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে ফের তোলপাড় ওপার বাংলা। ঢালিউড কিং ফের একবার গোপনে বিয়ে করে স্ত্রী ও সন্তানের পরিচয় গোপন করে রেখেছিলেন। শাকিবের জন্মদিনে নিজের বেবি বাম্পের ছবি ফাঁস করেছিলেন অভিনেত্রী বুবলী। পরে যৌথ বিবৃতি দিয়ে শাকিব ও বুবলী জানান, ২০২০ সালের মার্চ মাসে শাকিবের সন্তানের মা হয়েছেন বুবলী। ২০১৮ সালেই গোপনে বিয়ে করেছিলেন দুজনে। শাকিব-বুবলীর বিয়ে, সন্তান নিয়ে এতো চর্চার মাঝেই ফের তুঙ্গে শাকিবের নতুন প্রেমের গুঞ্জন।
‘গলুই’ নায়িকা পূজা চেরির সঙ্গে নাকি ঘনিষ্ঠতা বেড়েছে শাকিবের। এক নারীতে বেশিদিন মন টেকে না ‘ঢালিউড কিং’-এর, এই গুঞ্জন নতুন নয়। এমনও কানাঘুষো শোনা যাচ্ছে পূজার সঙ্গে শাকিবের প্রেম কাহিনির চাউর হতেই নাকি বুবলী আর অপেক্ষা করেননি, নিজের সন্তানকে সামনে নিয়ে আসেন। যদিও এই সবই গুঞ্জন।
শাকিবের সঙ্গে প্রেম নিয়ে প্রশ্ন করা হলে সে দেশের সংবাদমাধ্যমকে ‘নূরজাহান’ নায়িকা বলেন, ‘আমি যে শাকিব খানের সঙ্গে প্রেম করছি, কেউ কি দেখেছেন? তার সঙ্গে কোনো রেস্তোরাঁয় বসে খাচ্ছি বা হাত ধরে আমরা হাঁটছি —এমন কেউ কি দেখেছেন? আরে, গুঞ্জনের কিছু তো প্রমাণ তো থাকতে হবে। যেটি করিনি বা করছি না তার দায়ভার নিতে হচ্ছে আমাকে, দোষ নিজের ঘাড়ে নিতে হচ্ছে। এতে খারাপ লাগছে।’
শাকিবের স্ত্রী বুবলী ও নায়কের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে পূজা জানান, ‘বুবলী আপুর সাথে আমার দুইদিন দেখা হয়েছে, হাই-হ্যালো হয়েছে। মনে হয়েছে যে উনি অনেক ভালো, অনেক পজেটিভ। আর অপু দিদির সাথে খুব ভালো সম্পর্ক। আমার কাছে মনে হয়েছে তারা দুজনই ভালো। তাদের সাথে আমাকে জড়িয়ে বাজে কোনও মন্তব্য করার কোনও কারণ আমি দেখছি না।’
এতদিন কেন এই নিয়ে মুখ খোলেনি? পূজার সাফ কথা, তাঁর মনে হয়েছিল এটা নেহাত গুজব এটা মানুষ এমনই বুঝে যাবে তবে পরিস্থিতি আরও জটিল হওয়ায় বিষয়টি খোলসা করে বলতে বাধ্য হচ্ছেন তিনি।
আরও পড়ুন-‘ভালোবাসা আর যৌনতার তফাত বোঝেন না’, স্ত্রীকে চুমু খাওয়া বিতর্কের জবাব সুদীপের
সুপারস্টার শাকিবের প্রশংসা করে তিনি বলেন, ‘উনি একজন খুব ভালো অভিনেতা, শাকিব তো সুপারস্টার। সবকিছু মিলিয়ে তিনি একটা ফুল প্যাকেজ।’ ভবিষ্যতে শাকিবের সঙ্গে কাজ করতে আগ্রহী অভিনেত্রী।
গত ৩০শে সেপ্টেম্বর ফেসবুকে বুবলী সন্তান শেহজাদ খান বীরের ছবি পোস্ট করে লেখেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।
Shehzad Khan Bir আমার এবং শাকিব খান এর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’
For all the latest entertainment News Click Here