বুধবার ছেলেদের ক্রিকেটে বছরের প্রথম ভারত-পাক ম্যাচ, কোন চ্যানেলে দেখবেন খেলা?
আমিরশাহি ও নেপালকে হারিয়ে ইতিমধ্যেই এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ওঠা নিশ্চিত করেছেন ভারতীয়-এ দল। এবার গ্রুপ লিগের শেষ ম্যাচে ভারত লড়াই চালাবে পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানও আমিরশাহি ও নেপালকে তাদের প্রথম ২টি ম্যাচে পরাজিত করেছে। সুতরাং, শেষ চারের টিকিট হাতে পেয়েছে তারাও। দু’দল নিতান্ত চাপমুক্ত হয়ে মাঠে নামবে বলেই ব্যাট-বলের ধুন্ধুমার লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
উল্লেখ্য, ছেলেদের ক্রিকেটে এটিই বছরের প্রথম ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে। এর পরে সিনিয়র দলের এশিয়া কাপ ও ওয়ান ডে বিশ্বকাপে দু’দল একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামবে। আপাতত দেখে নেওয়া যাক এমার্জিং এশিয়া কাপে ভারত-পাকিস্তান গ্রুপ ম্যাচটি কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় খেলা দেখা যাবে।
কবে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ:-
১৯ জুলাই, বুধবার অনুষ্ঠিত হবে এমার্জিং এশিয়া কাপে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ।
কোথায় অনুষ্ঠিত হবে এমার্জিং এশিয়া কাপের গ্রুপ-বি’র ম্যাচটি:-
কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে খেলা হবে এমার্জিং এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ।
কখন শুরু হবে ম্যাচ:-
ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২টোর সময় শুরু হবে ম্যাচ। টস অনুষ্ঠিত হবে ১টা ৩০ মিনিটে।
আরও পড়ুন:- ICC Ranking: ২ সপ্তাহেই আতাপাত্তুর থেকে সিংহাসন কাড়লেন মুনি, বাংলাদেশে খারাপ খেলে বিশ্বব়্যাঙ্কিংয়ে পতন হরমনপ্রীতের
কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার:-
এমার্জিং টিমস এশিয়া কাপের ম্যাচগুলি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হচ্ছে। ভারত-পাকিস্তান ম্যাচটি ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে দেখা যাবে স্টার স্পোর্টস-১ ও স্টার স্পোর্টস-৩ চ্যানেলে।
অনলাইনে কোথায় দেখবেন খেলা:-
এমির্জিং এশিয়া কাপের ম্যাচগুলি ফ্যানকোড অ্যাপে দেখা যাচ্ছে। পাকিস্তান-সহ অন্যান্য দেশে খেলা দেখা যাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইউটিউব চ্যানেলেও। এছাড়া টুর্নামেন্টের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
বি-গ্রুপের পয়েন্ট টেবিল:-
১. ভারতীয়-এ দল: ২ ম্যাচে ৪ পয়েন্ট।
২. পাকিস্তান-এ দল: ২ ম্যাচে ৪ পয়েন্ট।
৩. নেপাল: ২ ম্যাচে ০ পয়েন্ট।
৪. আমিরশাহি-এ দল: ২ ম্যাচে ০ পয়েন্ট।
আরও পড়ুন:- মাঠে নামলেই ৫০০ কোহলির, সব থেকে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ১০ ভারতীয় ক্রিকেটার
এমার্জিং টিমস এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয়-এ দল:-
যশ ধুল (ক্যাপ্টেন), অভিষেক শর্মা (ভাইস ক্যাপ্টেন), সাই সুদর্শন, নিকিন জোস, প্রদোষ রঞ্জন পাল, রিয়ান পরাগ, নিশান্ত সিন্ধু, প্রভসিমরন সিং (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), মানব সুতার, যুবরাজসিং দোদিয়া, হর্ষিত রানা, আকাশ সিং, নীতীশ কুমার রেড্ডি ও রাজবর্ধন হাঙ্গার্গেকর।
স্যান্ড-বাই প্লেয়ার: হর্ষ দুবে, নেহাল ওয়াধেরা, স্নেল প্য়াটেল ও মোহিত রেডকর।
এমার্জিং টিমস এশিয়া কাপের জন্য ঘোষিত পাকিস্তান-এ দল:-
মহম্মদ হ্যারিস (ক্যাপ্টেন ও উইকেটকিপার), ওমর বিন ইউসুফ (ভাইস ক্যাপ্টেন), আমদ বাট, আর্শাদ ইকবাল, হাসিবউল্লাহ, কামরান গুলাম, মেহরান মুমতাজ, মুবাসির খান, মহম্মদ ওয়াসিম জুনিয়র, কাসিম আক্রম, সাহেবজাদা ফারহান, সইম আয়ুব, শাহনওয়াজ দাহানি, সুফিয়ান মুকিব ও তায়েব তাহির।
For all the latest Sports News Click Here