বুড়ো হাড়ের ভেল্কি, লর্ডসে উইকেট নিয়েই ১১০ বছরের রেকর্ড ভাঙলেন অ্যান্ডারসন
৪০ বছর পার করে ফেলেছেন। এখনও নিজের কেরামতি দেখিয়ে চলেছেন জেমস অ্যান্ডারসন। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১ উইকেট নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়ে ফেললেন ব্রিটিশ তারকা। ভেঙে দিলেন ১১০ বছরের পুরনো রেকর্ড।
কী সেই রেকর্ড?
১৯১২ সালে ৩৯ বছর ৫২ দিন বয়সে সিডনি বার্নস সবচেয়ে বুড়ো বোলার হিসেবে উইকেট নিয়েছিলেন। সেই রেকর্ড ১১০ বছর অক্ষত ছিল। কিন্তু বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সেই রেকর্ড ভেঙে দিলেন অ্যান্ডারসন। প্রোটিয়া অধিনায়ক ডিন এলগারকে বোল্ড করে সবচেয়ে বুড়ো বোলার হিসেবে উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি। ৪০ বছর ১৯ দিন বয়সে উইকেট নিয়ে বুড়ো বোলার হিসেবে বিশ্ব রেকর্ড গড়লেন অ্যান্ডারসন।
আরও পড়ুন: ৪০ হয়ে গেল, আর কত দিন? অবসর নিয়ে আপডেট অ্যান্ডারসনের
প্রথম দিনের শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১১৬ রান। বেশ চাপেই ছিলেন ব্রিটিশরা। ভাগ্যিস চা বিরতির আগে থেকেই বৃষ্টি নামে। যার জেরে প্রথম দিনের খেলা পণ্ড হয়ে যায়। তা না হলে ইংল্যান্ডের চাপ আরও বাড়ত বৈকি!
আরও পড়ুন: স্টেইনকে টপকে রেকর্ড গড়লেন তাবরেজ শামসি, ছুঁয়ে ফেললেন কুলদীপ যাদবের মাইলস্টোন
তবে দ্বিতীয় দিনেও ইংল্যান্ড আহামরি কিছুই করতে পারেনি। মাত্র ১৬৫ রানেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। একমাত্র অলি পপ ৭৩ রান করেছেন। বাকিরা ২০ রানও টপকাতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক বেন স্টোকস। তাঁর সংগ্রহই ২০। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা একাই পাঁচ উইকেট নিয়েছেন। ৩ উইকেট নিয়েছে এনরিখ নরকিয়া। মার্কো জানসেন নিয়েছেন ২ উইকেট।
দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভালো জায়গায় রয়েছে। প্রথম উইকেটে ডিন এলগার এবং সারেল এরউই ৮৫ রান করেন। তবে এই জুটি ভাঙেন অ্যান্ডারসন। এলগারকে ফিরিয়ে গড়েন বিশ্ব রেকর্ড।
For all the latest Sports News Click Here