বুড়ো বয়সে চুমু! শাবানার ঠোঁটে ঠোঁট রাখা নিয়ে কী বললেন ধর্মেন্দ্র?
বুড়ো বয়সে পর্দায় একে অপরকে চুমু খেয়েছেন ধর্মেন্দ্র (৮৭) ও শাবানা আজমি (৭২)। মুক্তি পেয়েছে আলিয়া-রণবীরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। তবে এই ছবিতে আলিয়া-রণবীরের চুমুর থেকেও বেশি চর্চায় রয়েছে ধর্মেন্দ্র-শাবানা আজমির চুমু। ছবিতে একে অপরের হারিয়ে যাওয়া প্রেমিক-প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। ছবিতে নাতি-নাতনির দৌলতে যাঁদের আবারও দেখা হবে।
অনেকেই পর্দায় ধর্মেন্দ্র ও শাবানার রোম্যান্সের প্রশংসা করেছেন। তবে শাবানাকে পর্দায় চুমু খাওয়া নিয়ে কী বক্তব্য ধর্মেন্দ্রর? সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘আমি শুনছি যে শাবানা এবং আমার চুম্বন দৃশ্য নাকি দর্শকদের অবাক করেছে। দর্শকরা আমাদের রসায়ন পছন্দও করেছেন। তবে আমার মনে হয় লোকজন এটা আশা করেননি, এটা হঠাৎ করে ঘটেছে, তাই এই ঘটনা একটা প্রভাবিত করেছে। শেষবার আমি নাফিসা আলিকে ‘লাইফ ইন এ মেট্রো’ছবিতে চুমু খেয়েছিলাম, সেই দৃশ্যও দর্শকদের প্রশংসা পেয়েছিল’।
আরও পড়ুন-‘আমার এই যাত্রা পথ গালি থেকে তালি পর্যন্ত…’ বৃহন্নলা হয়ে সুস্মিতার ভোলবদল, অবাক অনুরাগীরা…
আরও পড়ুন-ধর্মেন্দ্রর সঙ্গে স্ত্রী শাবানার প্রেম! অন্য রণবীরকে চুমু আলিয়ার, কী বলছেন জাভেদ, নীতু?
আরও পড়ুন-‘রাজনীতিটা ছেড়ে দিন’, মন্ত্রীমশাই পার্থ ভৌমিককে কেন বললেন শাশ্বত?
ধর্মেন্দ্রর কথায়. ‘যখন করণ দৃশ্যটি আমায় বর্ণনা করেছিল, তখন আমি উত্তেজিত হইনি, বরং হেসেছিলাম। কারণ, আমি জানতাম, দৃশ্যটি জোর করে নয়, ছবির প্রয়োজনেই রাখা হয়েছে। তাই রাজি হয়ে যাই, করণকে হ্যাঁ, বলি। আমার মনে হয় প্রেমের কোনও বয়স হয় না। বয়স তো শুধুই সংখ্যা। দুটি মানুষ একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসা প্রকাশ করবে। শাবানা কিংবা আমি কেউই এই দৃশ্যের শ্যুটিংয়ের সময় অস্বস্তিতে পড়িনি, নান্দনিকতার সঙ্গেই দৃশ্যের শ্যুটিং হয়েছিল।’
ধর্মেন্দ্রর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’কে একটা ভালো ছবি বলেই বর্ণনা করেছেন। তাঁর কথায়, তিনি হয়ত আরও ভালো অভিনয় করতে পরতেন। করণকেও ভালো পরিচালকের তকমা দিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। রণবীর সিং দুর্দান্ত অভিনেতা বলে মনে করেন তিনি, সঙ্গে আলিয়াকে ‘ন্যাচারাল’ অভিনেত্রী বলে উল্লেখ করেন। জানান, জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে কাজ করতে গিয়ে বেশ উপভোগই করেছেন তিনি।
২৮ জুলাই শুক্রবার মুক্তি পেয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, মুক্তির দিনেই ১১ কোটির ব্যবসা করেছে ছবিটি।
For all the latest entertainment News Click Here