বুড়ো আঙুল বাবরদের, বিশ্বকাপে আমদাবাদেই হবে ভারত-পাকিস্তান লড়াই- রিপোর্ট
পাকিস্তানের আপত্তিতে কর্ণপাত করা হল না। ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপে আমদাবাদেই যে ভারত-পাকিস্তানের মহারণ হতে চলেছে, তা কার্যত নিশ্চিত হয়ে গেল। রিপোর্ট অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে খেলবে ভারত। সেটাই বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে লখনউয়ে খেলবে টিম ইন্ডিয়া। সেটাই যদি চূড়ান্ত হয়, তাহলে ভারতের তিনটি ‘সেরা’ ম্যাচের একটিও পাবে না কলকাতা। ইডেন গার্ডেন্সে বাংলাদেশ বা দক্ষিণ আফ্রিকা বা আফগানিস্তান বা দুটি কোয়ালিফাইয়িং দলের বিরুদ্ধে খেলতে পারে ভারত। তবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। ওই ম্যাচগুলি কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি, ধরমশালা এবং গুয়াহাটির মধ্যে ভাগ করা হবে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।
সংবাদমাধ্যম দৈনিক জাগরণের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের সূচি তৈরি করে ইতিমধ্যে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি এবং বিশ্বকাপে খেলা দেশগুলির কাছে পাঠিয়ে দিয়েছে। তাতে সিলমোহর পড়লেই চূড়ান্ত সূচি ঘোষণা করা হবে। সেই প্রস্তাবিত সূচি অনুযায়ী, আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। যদিও আমদাবাদের খেলতে চায় না বলে জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কলকাতা বা চেন্নাইয়ে নিজেদের সব ম্যাচ খেলতে চেয়েছিল বাবরদের দেশের বোর্ড। প্রস্তাবিত সূচি অনুযায়ী, পাকিস্তানের অধিকাংশ ম্যাচ হবে চেন্নাই এবং হায়দরাবাদে।
আরও পড়ুন: Jio-র সঙ্গে টেক্কা দিতে এবার মোবাইলে এশিয়া কাপ ও বিশ্বকাপ বিনামূল্যে দেখাবে Hotstar
আয়োজক দেশ হলেও এবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে খেলবে না ভারত। ওই সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রথম ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। সেই ম্যাচটিও হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। যে স্টেডিয়ামে হাইপ্রোফাইল ভারত-পাকিস্তান ম্যাচের পাশাপাশি ফাইনালও হবে। আইপিএলের ফাইনালে বৃষ্টির জেরে যে মাঠের করুণ দশা সামনে চলে এসেছিল। অথচ ইডেনের মতো ঐতিহ্যবাহী মাঠে সেই অর্থে ভারতের কোনও ‘সেরা’ ম্যাচ দেওয়া হয়নি। একটি মহলের দাবি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ম্যাচটা ইডেন পেতে পারে।
আরও পড়ুন: WC-এর মোট ৪৮টি ম্যাচ কোথায় হবে? তালিকা তৈরি, জানা যাবে কবে? আপডেট দিলেন জয় শাহ
এমনিতে অক্টোবর-নভেম্বর থেকে এবারের ৫০ ওভারের বিশ্বকাপ হতে চলেছে। তবে এখনও চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করা হয়নি। রিপোর্ট অনুযায়ী, আগামী ৫ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে। চলবে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত। সেজন্য প্রাথমিকভাবে মোট ৪৮ টি শহর বেছে নেওয়া হয়েছিল।
For all the latest Sports News Click Here