‘বুড়াপে ম্যায় আয়া কিউ বিগ বস’, অর্চনার হাতে এবার বয়স নিয়ে অপমানিত হলেন সাজিদ
যত দিন যাচ্ছে বিগ বসে সাজিদ খান আর অর্চনা গৌতমের ঝামেলা নতুন নতুন মোড় নিচ্ছে। শেষ এপিসোডেই দেখা গেল অর্চনা ঘরের কোনও কাজ না করে বিছানায় গিয়ে শুয়ে আছে। আর তারপরই প্রতিশোধ নিতে চরম পন্থা নেয় হাউজফুল পরিচালক। তবে ছেড়ে দেওয়ার পাত্র তো অর্চনাও নয়, সে বয়স নিয়ে কটাক্ষ করে সাজিদকে।
এপিসোডের শুরুতেই দেখা যাচ্ছে ক্যাপ্টেন সাজিদের কোনও অর্ডারই মানছে না অর্চনা। আর নিমরিত বলছে বিগ বসের ঘর থেকে বরখাস্ত হয়ে ফিরে আসার পর দু’ দিন ঠিক ছিল সব। তারপর আবার নাটক শুরু করেছে। এরপরই সাজিদ নিমরিতকে উদ্দেশ্য করে বলেন, দেখে আসতে অর্চনার শরীর ঠিক আছে কি না। আর যদি শরীর ঠিক থাকা সত্ত্বেও কাজ না করে তবে তিনি ব্যবস্থা নেবেন।
এরপরই দেখা যায় সাজিদ অন্য প্রতিযোগীদের সঙ্গে মিলে অর্চনার জামাকাপড় ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকে জেলের ভিতরে। যা দেখে মাথা গরম হয় অর্চনার। বিগ বসের কাছে সে অভিযোগও তোলে তাঁর বেশিরভাগ পোশাকই প্রোমোশনের জন্য। এবার কে দায়িত্ব নেবে যদি হনুমান এসে পোশাকগুলি নষ্ট করে দেয়।
পরে দেখা যায় অর্চনা নিমরত, শিব আর এমসি স্ট্যানের কাছে যায় আর প্রশ্ন করে, ‘কে আমার ব্যাগ খুলেছে? আমি জানতে চাই যাতে সলমন স্যার প্রশ্ন করলে আমিও উত্তর দিতে পারি।’ এর জবাবে এমসি স্ট্যান বলেন, ‘সলমনস্যারই তোমায় বলে দেবে।’ আর টোন কেটে শিব বলেন, ‘যাও গিয়ে ফুটেজ দেখে নাও।’ এরপর অর্চনা ফের প্রশ্ন করেন তিনি জানতে চান, এই ধরনের অশ্লীল কাজ আসলেই কার!
এরপর নিজের রুমে যান অর্চনা। আর সেখানে তাঁকে ঠান্ডা করার চেষ্টা করে সৌন্দর্য। এর জবাবে সাজিদের উপরে নিজের সবটা ক্ষোভ উগরে দেন। বলেন, ‘এল কেন বিগ বসে এই বুড়ো বয়সে। যখন বিপির সমস্যা আছে। এটা তো তরুণদের শো, কেন এল বুড়ো বয়সে বিগ বসে।’ সলমন এসব নিয়ে কী প্রতিক্রিয়া দেয় উইকেন্ড কা ওয়ারে সেটাই দেখার।
আসলে, দিনকয়েক আগে সাজিদের ডাক্তারি পরীক্ষার প্রয়োজন পড়েছিল। আর তখন সাজিদ জানিয়েছিলেন অর্চনার জন্যই নাকি তাঁর প্রেসার বাড়ছে।
For all the latest entertainment News Click Here