বুট পরে পায়ে একাধিক ফোসকা, রাস্তায় ঐন্দ্রিলার পায়ে ব্যান্ডেড লাগালেন সুদীপ্তা..
৩১ মার্চ, ৩১ বছরে পা দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। আর ঐন্দ্রিলাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিদীপ্তা চক্রবর্তী। পোস্ট করেছেন অঙ্কুশের প্রেমিকা ঐন্দ্রিলার একটি মজার ভিডিয়ো। যেখানে নতুন জুতো পরে পায়ে ফোসকা পড়ায় মহা সমস্যায় পড়েছেন ঐন্দ্রিলা।
কী আছে ভিডিয়োতে?
দেখা যাচ্ছে, ঐন্দ্রিলার পায়ে ফোসকা পড়ায় তিনি রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়েছেন। আর তাঁর পায়ে ব্যান্ডেড লাগাচ্ছেন বিদীপ্তার বোন, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। বিদিপ্তার গলা শুনে বোঝা গেল তিনিই ভিডিয়ো করছিলেন। ঐন্দ্রিলার উদ্দেশ্যে বললেন, ‘বল আরেকবার কী হয়েছে।’ ঐন্দ্রিলা তখন ক্যামেরার দিকে তাকিয়ে ওপার বাংলার কথা টানে বললেন, ‘বুট পরে বেরনোর পর আমার শুধু ফোসকা পড়তিছে, একটার পর একটা শুধু ফোসকা পড়তিছে!’ ভিডিয়োর দৃশ্য দেখে মনে হচ্ছে ঘটনাস্থল দেশ নয়, বিদেশ। কোনও কারণে, কিংবা শ্যুটিংয়ে হয়ত তাঁরা একসঙ্গে বাইরে গিয়েছিলেন, তখনই এমন কাণ্ড ঘটেছিল। বিদিপ্তা মজা করে লিখেছেন, ‘লোকজন দেখুক আমাদের দুই বোনকে একজনের জন্য কী করতে হয়! এটি আপনার জন্মদিনের উপহার ঐন্দ্রিলা সেন।’
আরও পড়ুন-পল্লবী মৃত দাবি করে অ্যাকাউন্ট থেকে তোলা হল ৯ লক্ষ টাকা, হতবাক প্রসেনজিতের বোন
আরও পড়ুন-রমজানে রোজা রাখা নিয়ে হাসাহাসি! গওহরের তোপের মুখে পপ তারকা জাস্টিন ও হেইলি বিবার
এই ভিডিয়োর নিচে কমেন্টের বন্য বয়ে গিয়েছেন। কেউ লিখেছেন, ‘সত্যি ভালোবাসা আর যত্নের চাইতে বড়ো উপহার কি হতে পারে’। কেউ মজা করে বলেছেন, ‘কপাল-কপাল সবই কপালের দোষ’। কেউ প্রশ্ন করেছেন ‘এটা কোথায়? ‘ আবার অনেকেই ঐন্দ্রিলাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে জানা যাচ্ছে জন্মদিনে অঙ্কুশ নাকি ঐন্দ্রিলাকে A-লেখা একটি হীরের লকেট দিয়েছেন। তবে শুধু অঙ্কুশ নন, হবু শাশুড়ির কাছ থেকেও উপহার পেয়েছেন অঙ্কুশ। ঐন্দ্রিলার শাশুড়ি মা নাকি অভিনেত্রীকে শাড়ি ও গয়না দিয়েছেন। খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে ঐন্দ্রিলা-অঙ্কুশের ছবি ‘লাভ ম্যারেজ’। আপাতত তাই ছবির প্রচারেই ব্যস্ত টলিপাড়ার এই জুটি।
For all the latest entertainment News Click Here