‘বুঝলে না আমার ইশারা..’, পোশাকের ফাঁকে উঁকি দিচ্ছে ব্রা! সেক্সি লুকে আদৃত প্রিয়া
শাড়িতেই তাঁকে ছোটপর্দায় দেখতে অভ্যস্ত অনুরাগীরা। মিঠাইয়ের শ্রীনন্দা হয়ে নজর কেড়েছেন, তেমন নায়কের সঙ্গে প্রেম করে বিতর্কেও জড়িয়েছেন। অনস্ক্রিনের দিদি-ভাই যে বাস্তবে প্রেমিক-প্রেমিকা, সেটা তো শুরুতে বিশ্বাসই হয়ননি অনেকের। তবে এখন সবটাই খুল্লমখুল্লা। কথা হচ্ছে আদৃত প্রিয়া কৌশাম্বি চক্রবর্তীকে নিয়ে। ‘মিঠাই’ শেষ হতে না হতেই ‘ফুলকি’র কাজ শুরু করেছেন কৌশাম্বি।
ফুলকিতে নায়কের বিধবা বৌদি পারোমিতার চরিত্রে দেখা মিলছে তাঁর। আজকাল সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই অবসরযাপনের ছবি পোস্ট করেন অভিনেত্রী। দু-দিন আগে আদরের পোষ্যের সঙ্গে মিষ্টি মুহূর্ত শেয়ার করেছিলেন কৌশাম্বি, আর এবার পোস্ট করলেন বাংলাদেশি গায়ক নাহিদের ট্রেন্ডিং গানের সঙ্গে রিল ভিডিয়ো।
‘তোমার পিছু ছাড়বো না’ গানটি শোনেনি এমন বাঙালি দু-বাংলায় খুঁজে পাওয়া মুশকিল। প্রেমের অনুভূতি রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছে এই গানে। আর সেই গানেই ধরা দিলেন কৌশাম্বি। পরনে নীল-সাদা স্ট্রাইপ ওয়ানপিস, পোশাকের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে কালো অন্তর্বাস। আলুথালু চুল আর মুচকি হাসিতে ঘায়েল করলেন কৌশাম্বি। নো-মেক আপ লুকেও জেল্লা ঝরে পড়ছে কৌশাম্বির মুখে। ফ্যানেদের দাবি, ‘ভালোবাসার রঙে রঙিন কৌশাম্বি’।
কৌশাম্বির এই ভিডিয়ো দেখে মন ভরেছে ভক্তদের। কেউ লিখেছেন- ‘মিষ্টি লাগছে’। আবার কেউ লিখেছেন, ‘তোমার জুলিয়েট হাসিতে তো দিদিভাই’। ‘লোকে পাগল বলুক, মাতাল বলুক আমি… তোমার পিছু ছাড়ব না’, গানে গানে আদৃতের প্রতি প্রকাশ্যে ভালোবাসা জাহির করলেন কৌশাম্বি? প্রশ্ন অনেকের।
গত বছর থেকেই শুরু হয়েছিল অনস্ক্রিন ‘দিদিয়া’র সঙ্গে উচ্ছেবাবুর প্রেমচর্চা। শুরুতে বিষয়টাকে কেউ কেউ পাত্তা দিতে চায়নি ঠিকই, কিন্তু সময় যত গড়িয়েছে ততই গাঢ় হয়েছে এই অফস্ক্রিন জুটির রসায়ন। আর এখন তো এই সম্পর্ক টেলিপাড়ার ওপেন সিক্রেট। প্রেম সম্পর্কে থাকার কথা স্বীকার করে নিয়েছেন আদৃত। একই সুর কৌশাম্বির গলায়।
সম্প্রতি দিদি নম্বর ১-এর মঞ্চে হাজির হয়েছিলেন কৌশাম্বি। সেখানে সম্পর্কে থাকার কথা স্বীকার করে নেন অভিনেত্রী। যদিও প্রেমিকের নাম বলেননি, বলেছেন- ‘আমার উচ্ছে খেতে ভালো লাগে’। সম্পর্কের কথা বাড়িতে জানে কিনা, সেই প্রশ্নের জবাবে তিনি বলেন- ‘আসলে ডিসিশন নেওয়াটা একটা বড় ব্যাপার, আগেও নিয়েছি। সেটা নিতো তো একটু সময় লাগছে তবে এটুকু বলতে পারি আগামিতে যা হবে ভালোই হবে।’ বাবা-মা’ খুশি তাঁর প্রেম সম্পর্ক নিয়ে সে কথাও জানান কৌশাম্বি।
For all the latest entertainment News Click Here