‘বুক ফেটে যাচ্ছে’ লিখে অজিভূম ছাড়লেন নায়িকা,ঋষভকে দেখেই স্টেডিয়ামে ‘উর্বশী’ রব!
ঋষভ পন্তনের ধ্যানভঙ্গ করার অভিযোগ উঠেছে উর্বশীর বিরুদ্ধে। অকারণে ঋষভকে হেনস্থা করছেন নায়িকা, এমন অভিযোগের তিরেও বিদ্ধ হয়েছেন সুন্দরী। তারপরেও ইঙ্গিতপূর্ণ বার্তা দেওয়ায় পিছপা হচ্ছেন না উর্বশী রাউতেলা। রবিবার গোটা দেশ মাতোয়ারা ছিল টিম ইন্ডিয়ার পাক বধের উচ্ছ্বাসে। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করল রোহিত শর্মার দল। এর মাঝেই ‘রহস্যজনক’ পোস্ট উর্বশীর। মেলবোর্নে উপস্থিত থাকলেও রবিবার মাঠে দেখা মেলেনি সুন্দরীর, এর মাঝেই প্রাইভেট জেটে বসে শোনালেন যন্ত্রণার কথা।
প্রিন্টেট নাইট স্যুটে প্রাইভেট জেটে বসে উর্বশী। চোখে কালো রোদচশমা, হাতে পানীয়র গ্লাস। কিছুটা বিষন্ন দেখাচ্ছে অভিনেত্রীকে। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘চলে যেতে হচ্ছে বলে যন্ত্রণায় বুক ফাটছে…কিন্তু এ বার যে যেতে হবেই..AU।’
উর্বশী কি দেশে ফিরে আসছেন নাকি অন্য কোথাউ চলেছেন? তা অবশ্য স্পষ্ট নয় নায়িকার পোস্টে। তবে নায়িকার এই পোস্টে নানা মুনির নানা মত। কেউ লিখেছেন, ‘ও ঋষভ ভাইয়া খেলছে না বলে মন খারাপ?’ অপর একজন লেখেন, ‘মেলবোর্নে ছিল, তা ম্যাচ দেখতে গেল না কেন?’ আরেক জনৈক লেখেন- ‘ভাগ্যিস আপনি খেলা দেখতে যাননি, তাই সহজে ম্যাচটা ভারত জিতে গেল’।
রবিবার ভারত-পাক ম্যাচে প্রথম একাদশে জায়গা হয়নি ঋষভ পন্তের। তবে ইন্ডিয়ার বোলিং-এর সময় বাউন্ডারি লাইনে ঘুরঘুর করতে দেখা গিয়েছে ঋষভকে। সাজঘর থেকে ঋষভ মাঠে আসতেই ভারতীয় সমর্থকরা উর্বশীর নাম ধরে স্লোগান দিয়ে ঋষভের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন। তবে বেশ শান্ত ভঙ্গিতেই গোটা ব্যাপারটা সামলান ঋষভ, পালটা জবাব দেননি তিনি।
কয়েকদিন ধরেই বিরহ বেদানায় ভরপুর সোশ্যাল মিডিয়া পোস্ট করে চলেছেন উর্বশী। তাঁর প্রত্যেক পোস্টেই রয়েছে রহস্যের গন্ধ। চলতি মাসের গোড়ার দিকে ‘হৃদয়ের টান’-কে উপেক্ষা করতে না পেরে অস্ট্রেলিয়ার হাজির হয়েছেন তিনি। টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়া পৌঁছানোর দিন কয়েকের মধ্যেই সেদেশে হাজির হন উর্বশী। তাই দুয়ে দুয়ে চার করতে সময় নেয়নি ভক্তরা।
হৃদয়ের টানে অস্ট্রেলিয়া গিয়েছিলেন উর্বশী, আর সেই টান অবশেষে উপেক্ষা করে ভাঙা মন দিয়ে ফিরলেন নায়িকা! এতে যদিও হাঁফ ছেড়ে বাঁচছেন ঋষভ ভক্তরা। ২০১৮ সাল নাগাদ কানাঘুষো শোনা গিয়েছিল ক্রিকেটার ঋষভ পন্তের সঙ্গে নাকি ‘সম্পর্কে’ জড়িয়েছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। রাত পার্টিতে একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল দুজনকে। যদিও ঋষভ মাস কয়েক পরে উর্বশীর সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন। আপতত ইশা নেগির সঙ্গে নিজের সম্পর্কে রয়েছেন ঋষভ। তাহলে আমচকা কেন চর্চায় উর্বশী-ঋষভ?
মাস দুয়েক আগে এক সাক্ষাৎকারে প্রাক্তন প্রেমিকের প্রসঙ্গ তোলেন উর্বশী। তিনি বলেন, নয়া দিল্লিতে তাঁর এক ‘চাহনেওয়ালা’ হোটেলের লবিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছিলেন। পুরো নামটি প্রকাশ্যে না আনলেও ঘটনাটি বর্ণনা করতে গিয়ে সেই ব্যক্তিকে ‘আরপি’ বলে সম্বোধন করেন নায়িকা। ঋষভকে ইঙ্গিত করেই এই কথা বলেছেন নায়িকা, তেমনটাই ধারণা হয় সবার। এরপর একে-অপরের নাম না নিয়েই দুই তারকা সোশ্যাল মিডিয়ায় দিতে থাকেন ইঙ্গিতপূর্ণ বার্তা। ঋষভের তরফে সেইসব আপতত বন্ধ, কিন্তু উর্বশী যেন থামবার নাম নিচ্ছেন না!
For all the latest entertainment News Click Here