বুকের কাছে কেন ধোনির অটোগ্রাফ? তাহলে কি MS-এর শেষ IPL? রহস্য ফাঁস গাভাসকরের
সুপার সানডেতে চিপকে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে অবশ্যে নাইটদের বিরুদ্ধে হারতে হয় মহেন্দ্র সিং ধোনির দলকে। আর এই ম্যাচ শেষেই ধোনি সহ চেন্নাইয়ের সব ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের মাঠ পরিক্রমা করতে দেখা যায়। সবার সামনে থাকেন ধোনি। টেনিস ব্যাট বল পাঠাতে থাকেন গ্যালারিতে। হলুদ সমুদ্রে তখন ভেসে যাচ্ছে স্টেডিয়াম। শুধু তাই নয়, জার্সিও দেন তিনি। সেই সময় সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের হয়ে মাঠে সাক্ষাৎকার পর্বে ছিলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর ও ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। সাক্ষাৎকার ছেড়ে সুনীল হঠাৎ দৌড়ে গেলেন ধোনির দিকে। মার্কার পেন এগিয়ে দিয়ে বললেন, জামায় অটোগ্রাফ দিতে। না করেননি ধোনি। এই দুই কিংবদন্তি ক্রিকেটারের এমন মুহূর্তের সাক্ষী থাকল গোটা ক্রিকেট বিশ্ব।
কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার গ্রেম স্মিথ হিন্দুস্তান টাইমসকে জানান, তিনি ধোনির সমর্থকদের দেখে অবাক। তিনি জানান, কোন শহরে চেন্নাই দল রয়েছে কোন স্টেডিয়ামে খেলা হচ্ছে এইসব কোনও ব্যাপারই নয়। ধোনি যেখানে খেলেছে সেখানে হলুদ সমুদ্র দেখা গিয়েছে। এটা শুধুমাত্র একজন ব্যক্তির জন্যই। তাঁর নাম মহেন্দ্র সিং ধোনি। তবে কলকাতার বিরুদ্ধে ম্যাচের পর একটি ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও প্রত্যেকের মন জয় করে নেয়। ঘটনাটি ঘটে রবিবার ডবল হেডার ম্যাচের দ্বিতীয় খেলায়। খেলার পর ধোনি মাঠ পরিক্রমা করা শুরু করলে ভারতের কিংবদন্তি ক্রিকেটার এবং প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর ছুটে গিয়ে তাঁর কাছে অটোগ্রাফ চান এবং শেষে দুই কিংবদন্তি একে অপরকে জড়িয়ে ধরেন।
ধোনির অটোগ্রাফ নেওয়ার পরে গাভাসকার বলেন, ‘কে মহেন্দ্র সিং ধোনিকে ভালোবাসে না। বছর পর বছর ধরে ও ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছে তা এক কথায় অসাধারণ। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ও যেভাবে ক্রিকেটার থেকে সাধারণ মানুষের রোলমডেল হয়ে উঠেছে। ভারতবর্ষের অনেক তরুণ ওকে অনুসরণ করে চলে। ধোনি নিজেকে যেভাবে ধরে রেখেছে তা অকল্পনীয় এবং চমৎকার বিষয়।’ এখানে না থেমে তিনি আরও যোগ করেন, ‘আমি যখনই জানতে পারি ধোনি দর্শকদের উদ্দেশ্যে মাঠ পরিক্রমা করবে, তখন এই রকম করব ঠিক করে ফেলি। নিজের সঙ্গে পেন রেখেছি। ধোনিকে ধন্যবাদ।’
এই বছর প্রাক্তন ভারতীয় অধিনায়কের শেষ আইপিএল কিনা তা নিয়ে অনেক আলোচনা চলছে। কলকাতার বিরুদ্ধে ম্যাচের শেষে মাঠ পরিক্রমা নিয়ে সেই জল্পনা আরও বেড়ে গিয়েছে। তবে ধোনি খেলা ছাড়বেন কিনা তা সময় বলবে। বর্তমানে কলকাতার বিরুদ্ধে ম্যাচ হেরেও দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। গত বছর হতাশাজনক পারফরম্যান্সের পর এবার প্লেঅফের ওঠার অন্যতম দাবিদার তারা।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
For all the latest Sports News Click Here