বীর মুক্তিযোদ্ধার চরিত্রে সারা, প্রকাশ্যে ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’-এর টিজার
এবার ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে অভিনেত্রী সারা আলি খান। মুক্তি পেল তাঁর নতুন ছবির টিজার। নাম ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পাবে এই ছবি।
কান্নন আইয়ার পরিচালিত ছবিতে সারা একজন বীর মুক্তি যোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এই থ্রিলার-ড্রামা। ‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ টিজারে সারাকে প্রাক-স্বাধীনতা যুগের রেট্রো লুকে দেখানো হয়েছে। শাড়ি পরে অভিনেত্রী। রেডিও-র মতো ডিভাইস অ্যাসেম্বল করতে বসার আগে ঘরের সমস্ত পর্দা টেনে দেন। আরও পড়ুন: ‘৫০টা বৈচিত্র আছে’, পাঠানের বেশরম রং-এ শাহরুখে আদাব নিয়ে মুখ খুললেন কোরিওগ্রাফার
টিজারে ওই সেট আপ করার পরে সারা বলেন, ‘ব্রিটিশরা মনে করেন তাঁরা ভারত ছাড়ো আন্দোলনকে দমন করতে পেরেছেন। স্বাধীনতার কণ্ঠকে বন্দী করা যায় না। এটি হিন্দুস্তানের কণ্ঠ, দেশের কোথাও থেকে হিন্দুস্তানীর কণ্ঠ’। এর মধ্যেই কেউ সজোরে দরজা ধাক্কা দিতে থাকে। সারার বক্তৃতায় বাধা দেয়। অবাক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থাকেন অভিনেত্রী। দেখুন ছবির টিজার-
‘অ্যায় ওয়াতান মেরে ওয়াতান’ বম্বের এক কলেজ ছাত্রীর নির্ভীক যাত্রা। যে পরবর্তীকালে মুক্তি যোদ্ধা হয়ে ওঠে। ছবিটি ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের পটভূমিতে তৈরি। ভারতের যুবকদের সাহস, দেশপ্রেম, ত্যাগ এবং দৃঢ়চেতা মানসিকতার গল্প বলে। ছবির কাহিনী লিখেছেন দারাব ফারুকি এবং কান্নন আইয়ার। প্রযোজনার দায়িত্বে করণ জোহরের ধর্মাটিক প্রোডাকশন।
এই ছবির অংশ হওয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে সারা প্রেস বিবৃতিতে সারা জানিয়েছেন, ‘আমি খুবই উত্তেজিত এবং সম্মানিত যে প্রাইম ভিডিও এবং ধর্মাটিক এন্টারটেইনমেন্ট আমাকে এমন একটি ছবির অংশ হওয়ার সুযোগ করে গিয়েছে। একজন অভিনেত্রী হিসাবে, এবং আরও গুরুত্বপূর্ণভাবে একজন ভারতীয় হিসাবে আমি গর্বিত যে আমি এমন একটি চরিত্র ফুটিয়ে তুলতে পেরেছি যা সাহস, শক্তি এবং সাহসের প্রতিধ্বনি করে’।
For all the latest entertainment News Click Here