বিয়ে না ‘মিশন ইম্পসিবল’, গোপন কোড বলতে পারলেই এন্ট্রি মিলবে ভিকি-ক্যাটের বিয়েতে
ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছে। শোনা যাচ্ছিল, খুব কাছের মানুষদের নিয়ে গোপনীয়তা বজায় রেখেই বিয়ে করতে চলেছেন এই তারকা জুটি। কিন্তু সেই গোপনীয়তা এমন আকার নিয়েছে যে হলিউড সিনেমা ‘মিশন ইম্পসিবল’কেও হার মানিয়ে দিয়েছে।
সবার আগে চলুন দেখে নেওয়া যাক ভিকি আর ক্যাটরিনা তাঁদের বিয়ের জন্য কী কী শর্ত রেখেছেন–
- বিয়ের জায়গায় ছবি না তোলার শর্তে সাইন করতে হবে।
- বিয়ের সময় কোনও ফোন ব্যবহার করা চলবে না।
- বিয়েবাড়ির ভিতরে বসে বাইরের কারও সাথে যোগাযোগ করা যাবে না।
- ছবি দেওয়া যাবে না সোশ্যাল মিডিয়ায়।
- সোশ্যাল মিডিয়ায় কাউকে বিয়েবাড়ির ঠিকানাও পাঠানো যাবে না।
- বিয়েবাড়ির ভিতরে রিল ভিডিয়ো বানানো যাবে না।
- গোপন কোড না জানলে বিয়েবাড়িতে প্রবেশ করা যাবে না।
আপাতত সোশ্যাল মিডিয়া মিমে ছয়লাপ। দু’-একটা মিম রইল আপনাদের জন্য–
রাজস্থানের ৭০০ বছর পুরোনো দুর্গে বসবে ক্যাটরিনা-ভিকির রাজকীয় বিয়ের আসর। আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে জুটির বিয়ে হবে তেমনটাই জানা গিয়েছে। তবে, বিয়ে বাড়িতে প্রবেশ করতে হলে বলতেই হবে সিক্রেট কোড, কোনও অতিথিই নিজের নাম দিয়ে পরিচিত হবেন না এখানে। বরং, কোড দিয়ে তাঁদের পরিচয় প্রকাশ করা হবে। হোটেলে এই কোড বললেই মিলবে ঘর, রুম সার্ভিস।
সঙ্গে বিয়েবাড়িতে থাকাকালীন বাইরের কারও সাথে যোগাযোগ করা চলবে না। কারও ফোন ধরা যাবে না, কাওকে ফোন করা যাবে না। লোকেশন ট্যাগ করে ছবি দেওয়া যাবে না, ছবি তোলা যাবে না। সঙ্গে নিরপত্তার জন্য রাখা থাকবে ১০০ বাউন্সার।
For all the latest entertainment News Click Here