বিয়ে না করেই বাচ্চা নেবেন বিদ্যুৎ জামাল? ফাঁস করলেন বাবা হওয়ার পরিকল্পনা
‘খুদা হাফিজ চ্যাপ্টার ২ অগ্নি পরীক্ষা’-তে শেষ দেখা গিয়েছে বিদ্যুৎ জামালকে। জুলাই মাসে মুক্তি পায় এই অ্যাকশন ফিল্ম। বরাবরই নিজের অ্যাবসের জন্য বিখ্যাত বিদ্যুৎ। শরীরচর্চায় মন থাকে এই নায়কের ১০০ শতাংশ। তবে সম্প্রতি তাঁকে কথা বলতে শোনা গেল পিতৃত্ব নিয়ে। জানালেন তিনি দত্তক নেওয়া, আইভিএফ বা সারোগেসির মাধ্যমে বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত। যদিও ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাথানির সঙ্গে সম্পর্ক আছে বিদ্যুতের।
‘আমি দত্তক নিতে পারি, আইভিএফের মাধ্যমে বাচ্চা নিতে রাজি বা সারোগেসি। আমি সব কিছুর জন্য প্রস্তুত। একটা বাচ্চা তো বাচ্চাই, এটা নিয়ে আলাদা করে ভাবার দরকার পড়ে না সে কীভাবে এল। আমি মনে করি একটা বাচ্চা ইশ্বরের পরিকল্পনা। তোমার জীবনে বাচ্চা আসার থাকলে তা আসবেই।’ আরও পড়ুন: ৬.৬০ কোটির প্রি-বুকিং, বলিউড আলিয়া-রণবীরের ব্রহ্মাস্ত্রর হাত ধরেই ঘুরে দাঁড়াবে!
বিদ্যুতের ‘খুদা হাফিজ চ্যাপ্টার ২’ ২০২০ সালের ‘খুদা হাফিজ’-এর সিক্যুয়েল। পরিচালনা করেছিলেন ফারুক কবীর। ছবিতে বিদ্যতের চরিত্রের নাম সমীর চৌধুরি আর তার স্ত্রী নার্গিস চোধুরির চরিত্রে শিবলিকা ওবেরয়। মেয়ে নন্দিনী চৌধুরির চরিত্রে অভিনয় করেছেন ঋদ্ধি শর্মা। ছবির গল্প এই বিবাহিত দম্পতি ও তাঁদের দত্তক নেওয়া সন্তানকে ঘিরে। আরও পড়ুন: দেশ না বিদেশ, কোথায় হবে আথিয়া-রাহুলের বিয়ে? কাজ শুরু ওয়েডিং প্ল্যানারদের
এই ছবিতে নিজের চরিত্রের ব্যাপারে বলতে গিয়ে বিদ্যুৎ জানান, ‘সন্তানকে হারানোর এই মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাওয়া খুব কষ্টের। আমার তো মনে হয় জীবনের সব থেকে বড় পরীক্ষা এটাই। তুমি যা কিছু হারাতে পারো, তবে সন্তানকে হারানোর কথা কোনও মা-বাবাই ভাবতে পারে না।’
গত বছরের সেপ্টেম্বরে নন্দিতা মাথানির সঙ্গে এনগেজমেন্টের কথা ঘোষণা করেন বিদ্যুৎ। সম্পর্কের কথা দুজনেই লুকিয়ে রেখেছিলেন, কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যতক্ষণ না বিদ্যুৎ নিজে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন। অনেকে এটাও মনে করছেন চুপিচুপি বিয়েটাও তারা করেই ফেলেছেন, শুধু এখনও জানতে দিচ্ছে না।
For all the latest entertainment News Click Here