বিয়ে করে ফেলেছেন সিদ্ধার্থ-কিয়ারা! তারকা-জুটিকে নিয়ে হঠাৎ এমন গুঞ্জন কেন
সম্পর্ক নিয়ে রাখঢাক নেই বিশেষ। এ বার কি তবে চুপি চুপি বিয়েটাও সেরে ফেললেন সিদ্ধার্থ মালহোত্র এবং কিয়ারা আডবাণী? দু’জনকে নিয়ে এমনই প্রশ্ন ভিড় করেছে অনুরাগীমহলে।
সম্প্রতি সিদ্ধার্থ এবং কিয়ারার একটি ভিডিয়ো নেটমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। আর তা থেকেই যাবতীয় চর্চার সূত্রপাত। সেখানে দু’জনের সাজই চোখে পড়ার মতো। হলুদ লেহেঙ্গায় নজর কেড়েছেন কিয়ারা। সবুজ শেরওয়ানিতে সিদ্ধার্থের থেকেও চোখ ফেরানো দায়। দুই তারকার রসায়নেও প্রেমের ছোঁয়া। সম্ভবত কোনও বস্ত্র বিপণির বিজ্ঞাপনের শ্যুটের সময় ওই ভিডিয়োটি করা হয়।
সিদ্ধার্থ-কিয়ারাকে একসঙ্গে দেখে আপ্লুত তাঁদের অনুরাগীরা। পর্দা আর বাস্তব যেন মিলেমিশে একাকার! সেই শ্যুটের ছবি পোস্ট করে জনৈক ব্যক্তি লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে ওঁদের বিয়ে হয়ে গিয়েছে। এর বাইরে অন্য কিছু মানতে আমি রাজি নই।’ তাঁর সঙ্গে সহমত পোষণ করেছেন অনেকেই। একজন লিখেছেন, ‘কিয়ারা সিদ্ধার্থকে খুবই ভালোবাসেন। ওঁর চোখ দুটোই সে কথা বলে দেয়।’ সেই ছবি দেখে আবার অন্য জনের বক্তব্য, ‘সঙ্গীতের দিন ওঁদের এ রকম দেখতে লাগবে।’
‘শেরশাহ’-র সেটে সিদ্ধার্থ-কিয়ারা আলাপ। আলাপ থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব গড়ায় প্রেমে। মাঝেমধ্যেই ব্যাগপত্তর গুছিয়ে শহুরে কোলাহল থেকে দূরে চলে যান দুই তারকা। সময় কাটান নিভৃতে। কয়েক মাসে আগে যদিও দু’জনের বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সে সব যদিও ধোপে টেকেনি। একসঙ্গে দিব্যি ভালো আছেন ‘শেরশাহ’র নায়ক-নায়িকা।
For all the latest entertainment News Click Here