বিয়ের ১ বছর হতে না হতেই খুশির খবর, জলদি বাবা হতে চলেছেন আদিত্য নারায়ণ
মাস কয়েক আগেই সন্তান আসার খবর দিয়েছিলেন কমেডি কুইন ভারতী সিং। আর এবার বাবা হওয়ার খবর দিলেন গায়ক-সঞ্চালক আদিত্য নারায়ণ। জানালেন, তিনি ও তাঁর স্ত্রী শ্বেতা আগরওয়াল তৈরি নিজেদের প্রথম সন্তানকে দুনিয়ার আলো দেখাতে।
Bombay Times-কে দেওয়া সাক্ষাৎকারে আদিত্য জানান, ‘আমি আর শ্বেতা জীবনের এই নতুন অধ্যায়ের জন্য উৎসুক হয়ে আছি। আমার বাচ্চাদের প্রতি ভালোবাসা বরাবরের। আর বাবা হওয়ার ইচ্ছেও আমার ছিল। যদিও এখন শ্বেতার কাজ অনেকটাই বেড়ে গেল, কারণ আমি নিজেও বাচ্চার থেকে কম না। তার আগে কিছুদিন আগে একটা গোল্ডেন রিট্রিভার দত্তক নিয়েছি আমি সেটাও খুব দুষ্টু। ফলে কিছুদিনের মধ্যেই আমাদের বাড়ি হাই-অকটেন এনার্জি জোনে পরিণত হতে চলেছে।’
আদিত্য আরও বলেন এটা তাঁর কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। ২০১৭ সালে নিজের ৩০ তম জন্মদিনে ঠিক এরকমই একটা স্বপ্ন দেখেছিলেন। দেখেছিলেন শ্বেতা তাঁদের সন্তানকে কোলে নিয়ে একটা নার্সিংহোমে দাঁড়িয়ে আছেন। কিছুদিনের মধ্যেই এই স্বপ্নপূরণ হবে। আপাতত আদিত্যর বাড়ি থেকে সাধের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
২০১০ সালে ‘শাপিত’ সিনেমায় কাজ করার সময় আলাপ আদিত্য আর শ্বেতার। তারপর প্রেম। ২০২০ সালের ১ ডিসেম্বর বিয়ে করেন তাঁরা। আদিত্য জানান, তিনি চান মেয়ে হোক। কারণ, মেয়েরা বাবাদের খুব ভালোবাসার হয়। সঙ্গে জানান, এখন থেকেই সঞ্চয় শুরু করে দিয়েছেন। যাতে আগত সন্তানের বেড়ে ওঠায় কোনও ধরনের সমস্যা না তৈরি হয়। খুশি উদিত নারায়ণ ও তাঁর স্ত্রীও। সব মিলিয়ে গোটা নারায়ণ পরিবারেই এখন আনন্দের আমেজ।
For all the latest entertainment News Click Here