বিয়ের সানাই বাজল বলে! জয়পুর উড়ে গেলেন ক্যাটরিনা-ভিকি, হাত নাড়ল হবু বর-কনে
ব্যান্ড-বাজা-বারাত, সব রেডি রাজস্থানের সোয়াই মাধোপুরে। এই জেলা এখন গোটা দেশে চর্চার কেন্দ্রবিন্দুতে, হবে নাই বা কেন তিনদিনের মাথায় এই জেলার ৭০০ বছর পুরোনো দুর্গে বসছে ক্যাটরিনা কাইফ ও ভিকি কুশলের বিয়ের আসর। প্রস্তুতি তো জোরকদমে চলছিল গত কয়েকদিন ধরেই, ভিকি ও ক্যাটের সহকর্মীরা দফায় দফায় সব প্রস্তুতি খতিয়ে দেখতে ছুটেছেন। আর সোমবার বিকালে ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য সপরিবারে জয়পুর উড়ে গেলেন হবু বর-কনে।
এদিন বিকালে মুম্বইয়ের কলিনা এয়ারপোর্টে লেন্সবন্দি হলেন ভিকি কৌশল, অন্যদিকে হলুদ লেহেঙ্গায় এসে অপ্সরার বেশে দেখা মিলল ক্যাটরিনার। কনের গ্লো এক্কেবারে ফেটে পড়ছে। সাবেকি সাজে সেজেই মুম্বই থেকে বিয়ের ভেন্যুর উদ্দেশ্যে রওনা দিলেন ক্যাটরিনা। দুর্দান্ত দেখাচ্ছে তাঁকে। এদিন হাত নেড়ে পাপারাতজিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময়ও করেন ক্যাট-ভিকি।
এদিন ক্যাটরিনা ও ভিকি দুজনের মুখেই চওড়া হাসি, বিয়ে নিয়ে গোপনীয়তা বজায় রাখলেও হাসিমুখে ক্যামেরার জন্য পোজ দিলেন তাঁরা। জানা গিয়েছে জয়পুর এয়ারপোর্ট থেকে সড়কপথে নয়, সোজা হেলিকপ্টারে করে বিয়ের ভেন্যুতে পৌঁছাবেন জুটি। ক্যাটরিনার মা, বোন ইসাবেলাও রওনা দিয়েছেন জয়পুরের উদ্দেশ্যে, অপর বোন নাতাশা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মরু রাজ্যে।
বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে জুটির বিয়ে হবে তেমনটাই খবর। তিন দিনের বিয়ের অনুষ্ঠানে ৭ ডিসেম্বর হয়ে সংগীতের অনুষ্ঠান, ৮ ডিসেম্বর মেহেন্দি এবং ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা জুটি। বিয়েতে মোট ১২০ জন অতিথি থাকবেন এবং ডবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট এবং আরটি-পিসিআর পরীক্ষার ভিত্তিতে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হবে’। বিবাহের অতিথিদের একটি অ-প্রকাশনা চুক্তিতে স্বাক্ষর করার জন্য বলা হয়েছে। বিয়ে বাড়িতে ঢুকতে হলে জানাতে হবে সিক্রেট কোড, যা প্রত্যেক অতিথির জন্য ধার্য করা হয়েছে।
For all the latest entertainment News Click Here