বিয়ের মণ্ডপে আলিয়ার পায়ে পড়ল রণবীর! খেল চুমুও, ফ্যানেরা বলছে ‘বর পাকা রোমিও’
‘অ্যান্ড দে হ্যাপিলি লিভ এভার আফটার….’। বৃহস্পতিবার পাকাপাকিভাবে আলিয়া ভাট হয়ে গেলে মিসেস রণবীর কাপুর। একসময় রণবীরকে ‘ক্যাসনোভা’ বলেছিলেন আলিয়ার বাবা, মহেশ ভাট। সেই ইমেজ ভেঙে চিরকালের জন্য আলিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন রণবীর। ৩৯ বছর বয়সী অভিনেতা নিজের বাড়ির ব্যালকনিতেই ২৯ বছরের আলিয়াকে নিজের দুলহানিয়া বানালেন।
একদম ছিমছাম বিয়ের আয়োজন, অতিথি সংখ্যা মাত্র ২৮। কাছের মানুষদের উপস্থিতিতেই চার হাত এক হল ‘রালিয়া’র। বিয়ের একাধিক ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে জুটির বিয়ের অন্দরের যে ভিডিয়ো সবার নজর কাড়ছে তা হল রণবীর-আলিয়ার ‘বরমালা’ (মালাবদল)-এর সময়কার।
ভিডিয়ো-তে দেখা যাচ্ছে রণবীর তাঁ বন্ধুদের কাঁধে চড়ে রয়েছেন। অন্যদিকে মালা হাতে দাঁড়িয়ে রয়েছেন আলিয়া। এরপর আমচকাই রণবীর বন্ধুদের কাঁধ থেকে নেমে আলিয়ার সামনে এক্কেবারে হাঁটু গেড়ে বসে মাথা মাটিতে ঠেকিয়ে দেন। আলিয়া চটপট মালা পরানোর পর উঠে দাঁড়িয়ে বউকে চুমু খান রণবীর।
এই ভিডিয়ো সুপার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ফ্যানেদের চোখ রীতিমতো গোলগোল। কেউ বলছেন, ‘রণবীর তো পাকা রোমিও’। কেউ লিখছেন, ‘একেই বলে সমপর্ণ’।
নতুন বউকে স্বাগত জানাতে ব্যস্ত কাপুর পরিবার। ছেলে-বউমার একটি ছবি ইনস্টাগ্রামের দেওয়ালে শেয়ার করে নিয়েছেন নীতু কাপুরও। জানিয়েছেন, ‘রালিয়া’ই তাঁর দুনিয়া। পাশাপাশি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রণবীরের মা এও জানান- বিয়ের রিসেপশনের এখনও কোনও প্ল্যানিং নেই। কয়েকদিনের ব্রেক নিয়েই ফের কাজের জগতে ফিরবেন দুজনে। আর হানিমুন? সেটা নিয়েও এখন সাসপেন্স বর্তমান।
For all the latest entertainment News Click Here