বিয়ের পর প্রথম দিওয়ালি, রণবীরের আবদারে বিছানা ছাড়লেন আলিয়া, সারলেন লক্ষ্মীপুজো
না, বিয়ের পরের প্রথম দিওয়ালিটা শুধু বিছানায় শুয়ে কাটলো না আলিয়ার। স্বামী এবং পরিবারের অনান্য সদস্যদের সঙ্গে আলোর উৎসবে মাতলেন অভিনেত্রী। জীবনের প্রথম সবকিছুর অনুভূতি খুব স্পেশ্যাল। স্বাভাবিকভাবেই রণবীর-আলিয়ার কাছেও এই বছরের দীপাবলিটা একটু বেশিই খাস। তাই বিছানায় শুয়ে আলিয়া এই বছর দিওয়ালি কাটাবে তা হতে দিলেন না রণবীর। আসলে এদিন সকালে আলিয়া জানিয়েছিলেন বিছানায় শুয়েই নাকি তাঁর আলোর উৎসব কাটবে। তবে কিছুক্ষণ পরই বদলে গেল ছবিটা। সাজুগুজু করে বাড়ির লক্ষ্মীপুজোয় যোগ দিলেন তিনি।
গত এপ্রিলেই গাঁটছড়া বেঁধেছিলেন দুজনে। দু-মাস যেতে না যেতেই অন্তঃসত্ত্বা হওয়ার খবরও প্রকাশ্যে এনেছিলেন আলিয়া। আপতত কাপুর পরিবারে চলছে নতুন সদস্যের অপেক্ষা। দিওয়ালির সেলিব্রেশনে রণবীর-আলিয়ার সঙ্গে দেখা মিলল নীতু কাপুর ও সোনি রাজদানের। উপস্থিত ছিলেন আলিয়ার দিদি শাহিন ভাটও।
দিওয়ালির দিন বাড়িতে ‘রালিয়া’র বাড়িতে লক্ষ্মীপুজো হল ঘটা করে। সেই পুজোয় একসঙ্গে ধরা দিলেন সকলে। পুজোর ঝলক উঠে নীতুর ইনস্টাগ্রামের দেওয়ালে। আরতির থালা হাতে দেখা মিলল রণবীরের মায়ের। ঘন্টা হাতে বাধ্য ছেলের মতো দাঁড়িয়ে রণবীর, অন্য হাত দিয়ে বউকে আগলে রেখেছেন। স্বামীর দিকে মাথা হেলিয়ে দাঁড়িয়ে রয়েছেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী।
পুজো শেষে চলল দেদার ফটো সেশন। যার ঝলক উঠে এসেছে ইনস্টাগ্রামে। এদিন সকলেই ধরা দিলেন সাবেকি পোশাকে। এদিন লাল সালোয়ার কামিজে ঝলমল করলেন আলিয়া। তবে খানিক ক্লান্ত দেখাচ্ছিল তাঁকে। কালো পঞ্জাবি আর চুড়িদারের হ্যান্ডসাম রণবীর। কাপুর ও ভাট পরিবারকে একসঙ্গে দিওয়ালি সেলিব্রেট করতে দেখে খুশি ফ্যানেরা।
জুন মাসেই আলিয়া ইনস্টাগ্রামে ঘোষণা করেন, মা হতে চলেছেন তিনি। সূত্রের খবর দক্ষিণ মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তান প্রসব করবেন আলিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে মা হবেন আলিয়া।
ব্যক্তিগত জীবনের পাশাপাশি চলতি বছর আলিয়ার ফিল্মি কেরিয়ারের অন্যতম মাইলস্টোন। রণবীর ঘরণীকে বড় পর্দায় দেখা গিলেছে, ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ‘আরআরআর’ এবং ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে, তিনটে ছবিই সুপারহিট। এছাড়াও নেটফ্লিক্সের ‘ডার্লিংস’-এ ধরা দিয়েছেন আলিয়া। এই বছরই নিজের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটিং সেরেছেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী। আগামিতে তাঁকে দেখা যাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে। পাশাপাশি রণবীরকে আগামিতে দেখা যাবে লাভ রঞ্জনের রোম্যান্টিক কমেডিতে। যে ছবিতে শ্রদ্ধার সঙ্গে জুটি বেঁধেছেন নায়ক। পাশাপাশি কবীর সিং পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ও রয়েছে তাঁর ঝুলিতে।
For all the latest entertainment News Click Here