বিয়ের দু’মাস পেরোলেও বাড়ি তৈরি হয়নি ভিকির, অঙ্কিতার ফ্ল্যাটেই তিনি ‘ঘরজামাই’
জানুয়ারি মাসেই বিয়ে করেন অঙ্কিতা লোখান্ডে আর ভিকি জৈন। কেমন চলছে তাঁদের নতুন সংসার? প্রশ্ন করতে জানা গেল বিয়ের পর নতুন বাড়িতেই পা রাখা হয়নি এই জুটির! কারণ সেটায় চলছে রেনোভেশনের কাজ। তাই ‘গুছিয়ে সংসার’ শুরু করতে পারেননি অঙ্কিতাও।
Etimes-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভিকি জানান, করোনা মহামারীর জন্য তাঁরা যে ফ্ল্যাটটি কিনেছেন মুম্বইতে সেটার রেনোভেশনের কাজ ব্যাহত হয়েছে। বারবার পিছিয়ে গিয়েছে। এখনও তা তৈরি নয়।
তাহলে এখন ভিকি আর অঙ্কিতা থাকছেন কোথায়? ভিকির কথায়, তিনি এখন ঘর জামাই। অঙ্কিতার ফ্ল্যাটেই তাঁর বাস। এর আগেও কাজের জন্য যখন মুম্বই আসতেন এই ফ্ল্যাটেই উঠতেন। ভিকি বলেন, ‘আমায় অঙ্কিতার সাথে থেকে কেমন লাগছে না জিজ্ঞাসা করে বরং ওকে প্রশ্ন করুন, আমার সাথে রুম শেয়ার করে ওর কেমন লাগছে! নিজের কাবার্ড থেকে শুরু করে সবকিছু! আমি তো এখন ঘরজামাই।’
অঙ্কিতা জানান, বিবাহিত জুটি হিসেবে তাঁদের পথচলা তখনই শুরু হবে যখন তাঁরা নিজেদের নতুন বাড়িতে পা রাখবেন। অঙ্কিতার বিশ্বাস তিনি খুব ভালো হাউজ ওয়াইফ হতে পারবেন। তাহলে কি কেরিয়ারে ইতি? অঙ্কিতার কথায়, ‘আমি কেরিয়ার ওরিয়েন্টেড না হলে কোনওদিন ইন্দোর থেকে মুম্বই আসতাম না সবকিছু ছেড়ে। কাজ করতে আমার ভালো লাগে। সাথে আমি নিজের পরিবারও চাই। আমার জীবনের সবকিছু ভিকির সাথে ভাগ করে নিতে আমার অন্তত কোনও সমস্যা নেই। আমার একসময় মনে হত জীবনে এবার একটা কউকে দরকার, ঠির সেই সময় ভিকিকে পেয়েছি। ঠিক সময়ে আমরা বিয়ে করেছি। আমি অন্তত আমার জীবন নিয়ে খুব খুশি।’
For all the latest entertainment News Click Here