বিয়ের ছবি নিয়ে ট্রোল! নিন্দুকদের ‘ঈর্শ্বাকাতর, নেতিবাচক’-এর তকমা দিলেন অঙ্কিতা
ডিসেম্বরে দীর্ঘ দিনের প্রেমিক ভিকি জৈনের সঙ্গে সাত পাক ঘুরেছেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। বিয়ে সেরে জীবনের বিশেষ দিনের ছবি একে পর এক উঠে এসেছে অভিনেত্রীর সোশাল মিডিয়ার দেওয়ালে। নেটিজেনের একাংশ অভিনেত্রীর বিয়ের ছবি দেখে দেদার ট্রোল করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই নিয়ে মুখ খুলেছেন অঙ্কিতা। ট্রোলারদের কড়া ভাষায় নিন্দে করে, ‘হিংসুটে এবং নেগেটিভ মানুষ’ বলে ব্যাখা করেছেন তিনি।
পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে গত ১৪ ডিসেম্বর বিয়ে করেন অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈন। তারপর থেকে, তিনি প্রায়শই তার বিয়ের অনুষ্ঠানের সব ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন। নেটিজেনের একাশং এটাকে ‘বেশি বেশি’র তকমা সাটিয়েছে।
সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সমালোচনা নিয়ে মুখ খুলেছেন অঙ্কিতা। অভিনেত্রী জানিয়েছেন, ‘আমার বিয়ে, আমি ছবি দেবনা তো কে দেবে?’ পাশাপাশি নিন্দুকদের উদ্দেশ্যে অভিনেত্রী বলেন, ‘কিছু ঈর্শ্বাকাতর এবং নেতিবাচক মানুষ অন্যদের সুখী হতে দেখতে পারে না’।
‘পবিত্র রিসতা’ অভিনেত্রী বিয়ের পর নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়ও মুখ খুলেছেন। স্বামী ভিকি জৈনের সঙ্গে সম্পর্কের রসায়ন নিয়ে নায়িকা জানিয়েছেন, ‘আমরা দীর্ঘদিন বন্ধু ছিলাম। সদ্য বিয়ে করেছি। এখনও নিজেদের ‘স্বামী ও স্ত্রী’ ভূমিকায় নিচ্ছি। মনে করি এই গাড়িটি কতটা ভালোভাবে এগিয়ে যাচ্ছে, তা বুঝতে আমাদের সময় লাগবে’।
বিয়ের পর নিজের অ্যাক্টিং কেরিয়ারে কিছু শর্ত আরোপ করতে চলেছেন অঙ্কিতা লোখান্ডে। আর কোনও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে না তাঁকে। বরের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন অভিনেত্রী।
সম্প্রতি, টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অঙ্কিতার কাছে প্রশ্ন রাখা হয়, বিয়ের পর বোল্ড সিন করা নিয়ে কী ভেবেছেন তিনি। আর তাতেই অভিনেত্রী জানান, ‘আমার মনে হয় আমি ওই ধরনের সিন করতে পারব না। হ্যা বিয়ের পর শুধু আমি নই, এমন কিছু আছে যা ভিকিও করতে পারবে না। আমি বিষয়টা এভাবেই দেখি। যদি ও আমার জন্য কিছু করে, তবে ওর ভালোলাগা খারাপলাগার প্রতি নজর দেওয়াও আমার কর্তব্য। আর আমি এটাকে সম্মান করি। আমার মনে হয় না বোল্ড সিন নিয়ে আমাদের মধ্যে কোনও সমস্যা হবে।’
জি টিভির ‘পবিত্র রিস্তা’ দিয়ে দর্শকের কাছে পরিচিতি পাওয়া অঙ্কিতাকে ফের দেখা যেতে চলেছে ‘পবিত্র রিস্তা ২.০’-তে। ধারাবাহিকের সেকেন্ড সিজন দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে Zee5-এ।
For all the latest entertainment News Click Here