বিয়ের চার বছর আগে এই কাজটা সেরে ফেলেছিলেন রণবীর-দীপিকা, টের পায়নি কাকপক্ষীও!
বলিউডের অন্যতম আদর্শ দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ২০১২ সালে সঞ্জয় লীলা বনশালির ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেটে শুরু হয়েছিল এই প্রেমের গল্প। ছয় বছর চুটিয়ে প্রেম করবার পর ২০১৮ সালে রাজকীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে ইতালিতে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি।
রণবীর-দীপিকার প্রেম একটা সময় ছিল বি-টাউনের চর্চার কেন্দ্রবিন্দুতে। রণবীর কাপুরের সঙ্গে ব্রেক আপের পর কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন দীপিকা। সেই মানসিক অবস্থা কাটিয়ে উঠে নতুন সম্পর্কে জড়ানো সহজ ছিল না তাঁর কাছে, তবে দীপুর হাতটা শক্ত করে ধরেছিলেন রণবীর সিং।
বুধবার ৩৬-এ পা দিলেন দীপিকা। এদিন চলুন ফিরে দেখি এই জুটির প্রেমের গল্পের কিছু অজানা বা কম জানা দিক। জানেন কি রণবীরের সঙ্গে সম্পর্ক জড়ানোর দু-বছরের মাথাতেই গোপনে বাগদান সেরে ফেলেছিলেন দীপিকা। দীপবীরের এই সিক্রেট এনগেজমেন্টের খবর জানতেও পারেনি কাকপক্ষী! এই বাগদানের খবর জানতো একমাত্র দুজনের পরিবার।
২০১৮ সালে ফিল্মফেয়ার ম্যাগজিনকে দেওয়া এক সাক্ষাত্কারে দীপিকা মুখ খুলেছিলেন এই বাগদান নিয়ে। তিনি বলেন, ‘যখন আমি ফিরে তাকাই, সম্পর্ক শুরুর ছয় মাসের মধ্যেই আমি মানসিকভাবে ওর সঙ্গে জড়িয়ে পড়েছিলাম। এরপর প্রশ্ন ছিল, আমরা বিয়েটা কবে করছি? ওকে নিয়ে আমি বরাবর নিশ্চিত ছিলাম। তবে হ্যাঁ, ছয় বছর লম্বা একটা সময়। সম্পর্কের চড়াই-উতরাই তো থাকবেই। কিন্তু কোনওদিন আমাদের সম্পর্ক ভাঙেনি। বিরাট কোনও ঝামেলা হয়নি, কখনও পরস্পরকে বলিনি, চলো আমরা কয়েকটা দিনের ব্রেক নি, আমাদের লড়াই হয়েছে তবে আমরা মিটিয়ে নিয়েছি। পরস্পরের হাতটা ছাড়িনি’।
এরপরই বোমা ফাটান দীপিকা। তিনি প্রথমবার ফাঁস করেন তাঁর বাগদানের কথা। অভিনেত্রী বলেন, ‘বিয়ের চার বছর আগেই আমারা এনগেজমেন্ট সেরে ফেলেছিলাম। কিন্তু সেটা কেউ জানতো না। শুধুমাত্র আমাদের দুজনের বাবা-মা এবং বোনেরা জানতো’।
ইতালির লেক কোমো-তে ভারতীয় সংবাদ মাধ্যমের লাইম লাইট থেকে দূরে সাত পাকে বাঁধা পড়েন এই প্রেমিক জুটি। এরপর দেশে ফিরে একাধিক রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন রণবীর-দীপিকা। আপতত মুক্তির অপেক্ষায় রয়েছে দীপিকার ‘গহরাইয়া’, যা পরিচালনার দায়িত্বে রয়েছেন শকুন বত্রা। ২৫শে জানুয়ারি আমাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পাবে এই ছবি।
এছাড়াও দীপিকার হাতে রয়েছে একগুচ্ছ প্রোজেক্ট। ‘পাঠান’ ছবিতে শাহরুখের নায়িকা তিনি, এছড়াও হৃতিকের সঙ্গে ফাইটার, নাগ অশ্বিনের পরবর্তী প্রোজেক্ট, ‘দ্য ইনটার্ন’-এর হিন্দি রিমেক, এবং প্রভাসের সঙ্গে একটি ছবিতে দেখা যাবে দীপিকাকে।
For all the latest entertainment News Click Here