বিয়ের চর্চা তুঙ্গে, এর মাঝেই সুখবর দিলেন বঙ্গ তনয়া মৌনি রায়
২৭শে জানুয়ারি নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অক্ষয় কুমারের ‘গোল্ড’ নায়িকা। গোয়ায় বিচ ওয়েডিং করবেন এই বঙ্গ সুন্দরী। পাত্র দুবাইয়ের ইনভেসমেন্ট ব্যাঙ্কার সূরজ নামবিয়ার। এই চর্চা নিয়ে মুখে কুলুপ মৌনির, যদিও ইতিমধ্যেই নিজের ব্যাচেলারেট পার্টি সেরে ফেলেছেন তিনি। এর মাঝেই বড় সুখবর দিলেন হিন্দি টেলিভিশনের এই সুন্দরী নাগিন। ছোট পর্দায় কামব্যাক করছেন অভিনেত্রী। ‘ডান্স ইন্ডিয়া ডান্স লিটিল মাস্টার্স সিজন ৫’-এর (Dance India Dance Little Masters) বিচারক হিসেবে কামব্যাক করছেন তিনি।
মৌনি নিজের কেরিয়ার শুরু করেছিলেন ছোট পর্দাতেই। স্বভাবতই ছোট পর্দায় কামব্যাক তাঁর কাছে ঘরে ফেরার মতো। অভিনেত্রী যে প্রশিক্ষণ প্রাপ্ত নৃত্যশিল্পী সেটা অজানা নয়। আর এবার খুদেদের নাচের ভালো-মন্দ বিচার করবেন তিনি। এর আগে বহু রিয়্যালিটি শো-এর মঞ্চে দেখা মিলেছে মৌনির, তবে বিচারকের ভূমিকায় এই প্রথম। এই নিয়ে অভিনেত্রী জানান, ‘আমার কাছে, নাচ এক ধরণের অভিব্যক্তি। বিভিন্ন ধরনের শৈল্পিক সত্ত্বার মিশ্রণ এটি। ডান্স ইন্ডিয়া ডান্স লিটিল মাস্টার্সের বিচারক হতে পেরে আমি প্রচণ্ড উচ্ছ্বসিত। এত বড় মঞ্চে খুদেদের ট্যালেন্ট দেখার জন্য উদগ্রীব আমি।’
‘কিঁউকি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিক দিয়ে পথচলা শুরু করেন মৌনি, এরপর ‘দেবো কে দে… মহাদেব’ সিরিয়ালে নজর কাড়েন তিনি। ‘নাগিন’ ধারাবাহিক মৌনির কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।
আপতত বড় পর্দাতেও দাপিয়ে বেড়াচ্ছেন অভিনেত্রী। ‘গোল্ড’ (Gold), ‘মেড ইন চায়না’ (Made In China)-র মতো ছবিতে অভিনয় করেছেন মৌনি। মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেত্রীর ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)।
For all the latest entertainment News Click Here