বিয়ের আগেই অন্তঃসত্ত্বা আলিয়া? বোনের নামে এসব শুনে মুখ খুললেন দিদি শাহিন ভাট
বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট, একাংশ নেটিজেন এমনটাই দাবি। যদিও নিজের বোনের প্রসঙ্গে এমন গুজব শুনে হেসে উড়িয়ে দিয়েছেন দিদি শাহিন ভাট। এক নতুন সাক্ষাৎকারে, আলিয়া প্রসঙ্গে আরও অনেক কথা বলেছেন তিনি।
চলতি বছর ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন আলিয়া ভাট এবং রণবীর কাপুর। বিয়ের দুই মাসের মাথায় নেটমাধ্যমে পোস্ট করে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান বলি সুন্দরী। আপাতত প্রথম সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায় দিন গুনছেন এই দম্পতি। আরও পড়ুন: ২২-এ পা শ্বেতা কন্যার, হলুদ ঝলমলে ডিপ নেক গাউনে ফাটিয়ে জন্মদিন সেলিব্রেশন পলকের
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাহিন বলেন, ‘ওটা ওঁর(আলিয়া) ব্য়াপার। তাই ওঁর বিষয় বেশি কথা বলব না। ও নিজেই সমস্তকিছু মোকাবিলা করতে পারে। সত্যি বলতে আপনি সবাইকে খুশি করতে পারবেন না। কোথাও না কোথাও দু-একটা নেতিবাচক মন্তব্য উড়ে আসবে। আমার মনে লোকচক্ষুর মধ্যে থাকলে কোনটায় মনযোগ দেওয়া উচিত, আর কোনটায় নয়, তা জানা দরকার।’ আরও পড়ুন: শিকাগো আর্ট মিউজিয়ামে স্বামী বিবেকানন্দকে অনন্য শ্রদ্ধার্ঘ্য মনোময়ের
শাহিন আরও বলেন, ‘সেই অর্থে আমাদের পরিবারের জন্য এটি একটি চমৎকার বছর। গত বছরের তুলনায় এই বছরে পরিবারের লোকসংখ্যা বেড়েছে। সামনে আরও অনেক আনন্দ এবং সুখ রয়েছে। সেগুলির অপেক্ষায় আছি আমি।’ আরও পড়ুন: ‘৮০ বছর বয়সেও চালিয়ে যাচ্ছেন’, ‘আইডল’ অমিতাভ বচ্চনের মতো হতে চান রণবীর সিং
পাঁচ বছর চুটিয়ে প্রেম করবার পর গত এপ্রিলে বিয়ের পর্ব সেরেছিলেন রণবীর-আলিয়া। সম্প্রতি নেটমাধ্যমে বেবি শাওয়ারের ছবি শেয়ার করেছেন আলিয়া। দম্পতির ভালোবাসার নীড় ‘বাস্তু’তে বসেছিল নায়িকার সাধ অনুষ্ঠানের আসর। ভাট এবং কাপুর পরিবারের সকলে এই অনুষ্ঠানে হাজির ছিলেন। আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলের মঞ্চে ড্রিম এন্ট্রি শর্মিলার, ‘মেরে সপনো কি রানি’-তে নাচ নায়িকার
সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে আলিয়া-রণবীর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’। নির্মাতাদের দাবি, বক্স অফিসে ‘ব্রহ্মাস্ত্র’ সুপারহিট। ৯ সেপ্টেম্বর মুক্তির পর বিশ্বজুড়ে ৪০০ কোটির বেশি ব্যবসা করেছে এই ছবি। শীঘ্রই রণবীর সিংয়ের বিপরীতে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে দেখা যাবে আলিয়াকে। ছবিতে আরও অভিনয় করেছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি ও জয়া বচ্চন। ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি।
এছাড়াও অভিনেত্রীকে হলিউড ডেবিউ ফিল্ম ‘হার্ট অফ স্টোন’-এ দেখা যাবে গ্যাল গ্যাডট, জেমি ডরনান এবং সোফি ওকোনেডোর সঙ্গে। ২০২৩ সালে নেটফ্লিক্সে প্রিমিয়ার হবে এই ছবি।
For all the latest entertainment News Click Here