‘বিহু বিহারের উৎসব’, হেমার টুইটে চটে লাল অসম, তড়িঘড়ি ক্ষমা চাইলেন বিজেপি সাংসদ
হেমা মালিনীর টুইট দেখে সবাই বলছে ‘এ মা!’ এমনই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন বলিউডের ‘ড্রিম গার্ল’। বসন্তের বিদায় আর গ্রীষ্মের আগমনে দেশের বিভিন্ন প্রান্তে এখন উৎসবের মেজাজ। এর মাঝেই নিজের অজ্ঞতার পরিচয় দিয়ে নেটপাড়ার খোঁচা খেলেন হেমা মালিনী। শুক্রবার থেকে অসম জুড়ে পালিত হচ্ছে ‘বিহু পরব’। প্রতিবেশি রাজ্যের নববর্ষের উৎসব এটি। অথচ নিজের টুইটে ‘বিহুকে বিহারিদের উৎসব’ বলে ফেললেন হেমা। মুহূর্তেই সেই টুইট ভাইরাল হয়ে যায়, একদিকে যেমন নেটিজেনরা বিদ্রুপ শুরু করেন হেমার এমন ভুলে ভরা টুইট দেখে, তেমনই রেগে আগুন হয়ে যায় গোটা অসম। তাঁরা দাবি তোলে অবিলম্বে ক্ষমা চাইতে হবে হেমাকে।
এরপরই তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নামেন মথুরার বিজেপি সাংসদ। দ্রুত নিজের ভুল শুধরে নেন। ক্ষমা চেয়ে লেখেন, ‘ভুল করে আমি বিহুকে বিহারের উৎসব লিখেছি। আমি দুঃখিত। বিহু অসমের উৎসব।’ হেমা ক্ষমা চাওয়ার পর বিতর্কের আঁচ কিছুটা কমলেও নায়িকাকে নিয়ে ট্রোলিং থামছে না।
কেউ লিখছেন, ‘এ মা হেমাজি আপনি এটাও জানেন না যে বিহু অসমের উৎসব’। কেউ লিখেছেন, ‘আপনার কি অসমীয়াদের প্রতি কোনও বিদ্বেষ রয়েছে নাকি’। ভুলে ভরা টুইটে ঠিক কী লিখেছেন হেমা? তিনি লেখেন,’এটা ফলনের মরসুম। তামিলদের পুথান্ডু, পঞ্জাবে বৈশাখি, বিহারের বিহু, বাঙালিদের নববর্ষ বা পয়লা বৈশাখের মতো উৎসব পালিত হচ্ছে। সকলকে জানাই উৎসবের মাসের শুভেচ্ছা’।
অসমীয়াদের কাছে প্রাণের পরব ‘বিহু’। নতুন ফসল বপনের সময়। সেই নিয়েই বিভ্রাট ঘটিয়ে তোপের মুখে হেমা। তবে এই প্রথম সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়েননি বিজেপি সাংসদ। এর আগে মোদী সরকারের বিতর্কিত কৃষি আইনের (বর্তমানে বিলুপ্ত) পাশে দাঁড়িয়ে বলেছিলেন, ‘কৃষকেরা কী চান, তা নিজেরাই জানেন না!’ এছাড়াও প্রত্যুষা বন্দ্যোপাধ্য়ায়ের আত্মহত্যার ঘটনাকে ‘সেন্সলেস সুইসাইড’ তকমা দিয়েও বিতর্কে জড়িয়েছিলেন হেমা।
দু-দিন আগেই সোশ্যাল মিডিয়ার নয়নের মণি হয়ে উঠেছিলেন হেমা। লাক্সারি গাড়ি ছেড়ে মেট্রো-অটোয় চড়ে বাড়ি ফিরে বাহবা কুড়িয়েছিলেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই সবটা উধাও। এটাই বোধহয় সোশ্যাল মিডিয়ার মহিমা! এই ভাল আবার এই খারাপ, সবটাই ক্ষণস্থায়ী।
আরও পড়ুন- ‘তোমার ঠোঁটের সেতু…’, বিয়ের পর প্রথম জন্মদিন, দুর্নিবারের গানেই শুভেচ্ছা মোহরের
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest entertainment News Click Here