বিস্ফোরক সাক্ষাৎকারের জন্য শাস্তির মুখে CR7? সম্ভাবনা জিইয়ে রাখল Man Utd
শুভব্রত মুখার্জি: কাতার বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র কয়েকটা দিন। তার আগেই ফুটবল বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগিজ তারকা এক সাক্ষাৎকারে অভিযোগ করলেন তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তরফে। পাশাপাশি এই মরশুমের গ্রীষ্মে ম্যানেজার এরিক টেন হ্যাগ নাকি তাঁকে দল থেকে তাড়ানোরও চেষ্টা করেছিলেন। তাঁর করা এমন বিস্ফোরক অভিযোগের ভিত্তিতে ক্লাবের তরফে অবশ্য কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তাঁদের তরফে জানানো হয়েছে ক্লাব সমস্ত দিক বিবেচনা করে। সমস্ত তথ্য যাচাই করে তবেই এর উত্তর দেবে। সাক্ষাৎকারের বিষয়টি ক্লাব নজরে রেখেছে বলেও জানানো হয়েছে।
ক্লাবের তরফে জানানো হয়েছে ‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাক্ষাৎকারের বিষয়টি, মিডিয়া কভারেজের বিষয়টি নজরে রেখেছে। ক্লাব সমস্ত তথ্য পূর্ণাঙ্গভাবে যাচাই করবে। সমস্ত তথ্য প্রতিষ্ঠিত হওয়ার পরেই তারপর ক্লাবের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে এর উত্তর দেওয়ার বিষয়ে। আমাদের লক্ষ্য স্থির। আর তা হল মরশুমের দ্বিতীয় ভাগের জন্য প্রস্তুতি। আমাদের মোমেন্টাম ধরে রাখাই উদ্দেশ্য। প্রতিটি ফুটবলার, ম্যানেজার, স্টাফ এবং সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাস এবং একাত্মতা গড়ে তোলা হচ্ছে।’
প্রসঙ্গত এক সাক্ষাৎকারে রোনাল্ডো জানিয়েছেন ‘শুধু কোচ নয়। ক্লাবের আশেপাশের এক-দু’জনও আমায় ক্লাব থেকে বের করে দিতে চাইছে।’ রোনাল্ডো অবশ্য অভিযোগ করলেও কারা এই কাজের সঙ্গে যুক্ত তাঁদের নাম খোলসা করেননি। তিনি জানিয়েছেন ‘সত্যি কথা বলতে কে বা কারা আমি জানি না। কারণ আমি বিষয়টিকে গুরুত্বও দিই না। তবে সকলের সত্যিটা জানা প্রয়োজন রয়েছে। আর সেই কারণেই আমি সত্যিটা বলছি। হ্যাঁ, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। অনেকেই চান না আমি দলে থাকি। এই মরশুমে শুধু নয়, গত বছরেও এমন আচরণের শিকার হতে হয়েছিল আমাকে।’
এরপর আরও একধাপ এগিয়ে তাঁর মন্তব্য ‘স্যার অ্যালেক্স ফার্গুসন দায়িত্ব ছাড়ার পর এখনও পর্যন্ত সাফল্য পায়নি ম্যান ইউ। ওলের (সোলসকায়ের) সময়টাকে উদাহরণ হিসেবে ধরা যেতে পারে। কীভাবে ওকে ম্যান ইউ বসিয়ে দিল। পরিবর্তে রাঙ্গনিককে স্পোর্টিং ডিরেক্টর করা হল। যাঁর পরিচয় স্পষ্টভাবে কেউই জানে না। এরকম একজনকে ইউনাইটেডের মতো একটা বড় ক্লাব নিয়ে আসছে। এটা শুধু আমি না, বিশ্বের কোনও ফুটবল সমর্থক তো এটা চিন্তাও করতে পারেনি।’
For all the latest Sports News Click Here