‘বিশ্রামের অজুহাতে বাদ’! দলে ঠাঁই না পেয়ে বোর্ডকে তোপ বাংলাদেশের অধিনায়কের
ফের বিতর্কের মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাত্র কয়েক দিন আগেই শাকিব আল হাসান, লিটন দাসদের আইপিএলে খেলতে না দেওয়া নিয়ে বিতর্কের মুখে পড়ে বিসিবি। এবার ফের একবার বিতর্কের মুখে পড়ল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার মহিলা ক্রিকেটে দল গঠন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশ মহিলা জাতীয় দলের অধিনায়ক রুমানা আখতার। তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। তবে বাংলাদেশ বোর্ড সূত্রে খবর, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে অধিনায়ককে বিশ্রাম দেওয়া হয়েছে। রুমানাও জানিয়েছেন, বোর্ড থেকে তাঁকে বলা হয়েছে যে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু তিনি একথা মানতে নারাজ। তাঁর ধারণা তাঁকে কিছু না জানিয়ে এই দল থেকে বাদ দিয়েছেন বোর্ডের কর্তারা।
চলতি মাসের শেষে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ২৯ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত এই সফর রয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশের প্রমীলা বাহিনী। তার আগেই টিম ম্যানেজমেন্টের সঙ্গে বিতর্কে জড়াল বাংলাদেশের অধিনায়ক রুমানা। তিনি মনে করেন, কোনও ক্রিকেটারকে বিশ্রাম দিলে তাঁর সঙ্গে কথা বলা উচিত। কিন্তু রুমানার সঙ্গে এই বিষয়ে কোনও কথাই বলেনি সে দেশের কর্মকর্তারা। কোনও রকম কথাবার্তা না বলেই তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি।
সম্প্রতি রুমানা বলেন, ‘টিম ম্যানেজমেন্ট যদি মনে করে কাউকে বিশ্রাম দেবে, তাহলে তা দিতেই পারে। আগামী শ্রীলঙ্কা সফরের জন্য আমাকে দলে রাখা হয়নি। কিন্তু সেই বিষয়ে বোর্ডের তরফ থেকে আমার সঙ্গে কোনও রকম যোগাযোগ না করেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। আমাকে কেন বিশ্রাম দেওয়া হলো। সে বিষয়ে কোনোও স্পষ্ট ধারণা নেই আমার কাছে। আমাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।’ আরও একধাপ এগিয়ে তিনি যোগ করেন, ‘ওরা কী করতে চেয়েছে তা আমি বুঝতে পেরেছি। আমার সাথে কোনও কথা না বলেই দল থেকে বাইরে রাখলো। কেন এরকম করল এই বিষয়ে এখন কিছু বলবো না। সময় আসলে ঠিক জানাবো।’
রুমানাকে হঠাৎ করে বিশ্রাম দেওয়ায় বাংলাদেশ ক্রিকেটে ফের বিতর্কের মেঘ ঘনিয়েছে। অধিনায়কের এই মন্তব্যের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি। যার ফলে আরও জল ঘোলা তৈরি হয়েছে। শ্রীলঙ্কা সফরের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনও বিবৃতি দেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। একই সঙ্গে বোর্ডের বিরুদ্ধে মুখ খোলায় কোনও শাস্তির মুখে পড়তে হয় কিনা অধিনায়ককে, তার উপরেও চোখ রাখছেন সে দেশের বিশেষজ্ঞরা।
For all the latest Sports News Click Here