বিশ্ব যোগ দিবসে ৩৬০ ডিগ্রি শটের ছবি পোস্ট করে অভিনব শুভেচ্ছা জানালেন স্কাই
বুধবার অর্থাৎ ২১ জুন ছিল বিশ্ব যোগ দিবস। সেই উপলক্ষে গোটা দেশ জুড়ে পালিত হয় এই দিনটি। ক্রিকেটার থেকে ফুটবলার প্রত্যেকেই সামিল হন এই দিনটি পালনের জন্য। সচিন তেন্ডুলকরও যোগ ব্যায়ামের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। শুধু সচিন তেন্ডুলকর নন, একই সঙ্গে প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার প্রজ্ঞান ওঝা, বীরেন্দ্র সেহওয়াগ যোগ ব্যায়ামের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যেখানে তাদেরকে দেখা যাচ্ছে যোগ ব্যায়াম করতে।
শুধু প্রাক্তন নন, বর্তমান ক্রিকেটাররাও যোগ দিবস পালন করেন। এবার যোগ দিবস পানলের ছবি পোস্ট করে শোরগোল ফেলে দিলেন সূর্যকুমার যাদব। তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বিভিন্ন ক্রিকেটের শটের ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, রিভার্স শট, সুইপ শট, আপার কাট সহ একাধিক শট রয়েছে। বিভিন্ন সেই সব শটের ছবি পোস্ট করে সূর্যকুমার যাদব লিখেছেন, ‘বিশ্ব যোগ দিবসে সকলকে শুভেচ্ছা জানাই। সবাই সুস্থ এবং শান্তিতে থাকে।’
বিশ্ব যোগ দিবসে এমন ছবি পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছেন স্কাই। আর তিনি যে সব শটগুলির ছবি পোস্ট করেছেন, তা যে যোগ ব্যায়ামকেও হয়তো হার মানিয়ে যাবে। সূর্যর এই মজার পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তিনিও যে মজার ছলেই এমনটা করেছেন তা বলার অপেক্ষা রাখে না।
এবারের আইপিএলে ১৬ ম্যাচে করেছেন ৬০৫ রান। যার মধ্যে একটি শতরানও রয়েছে। তিনি যে বিপক্ষ দলের বোলারদের রাতের ঘুম কেড়ে নিতে পারেন তা বলার অপেক্ষা রাখে না। যদিও সদ্য শেষ হওয়া আইপিএলের শুরুতে সেই ভাবে ছন্দে পাওয়া যায়নি সূর্যকুমারকে। টুর্নামেন্ট যত গড়িয়েছে ততই ফর্মের মধ্যেই ফিরেছেন তিনি। মুম্বই সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছেন স্কাই। যদিও মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা এবার একেবারেই ভালো হয়নি। পরপর ম্যাচ হারের পর জয়ের মুখ দেখতে পেয়েছে। তবে শেষের দিকে লড়াই করে রোহিত শর্মার দল। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। প্লে-অফে উঠলেও খালি হাতেই ফিরতে হয়ে রোহিত শর্মাদের।
মুম্বই ইন্ডিয়ান্সের ফর্ম যাই হোক না কেন, সূর্যকুমার যাদবের রানে ফেরা স্বাভাবিক ভাবেই স্বস্তি যেমন দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। ঠিক তেমনই স্বস্তি দিয়েছে টিম ইন্ডিয়াকেও। কারণ জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর রয়েছেন ভারতের। তাছাড়াও অক্টোবর মাসে ওডিআই বিশ্বকাপ ভারতের মাটিতে। তাই সূর্যর রানের মধ্যে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।
For all the latest Sports News Click Here