বিশ্ব ক্রমতালিকায় ১১ নম্বরে উঠলেন লক্ষ্য, ‘অপরিবর্তিত’ সিন্ধু রইলেন ৭ম স্থানে
শুভব্রত মুখার্জি: শেষ কয়েক মাস ধরেই যেন স্বপ্নের ফর্মে রয়েছেন তরুণ ভারতীয় শাটলার লক্ষ্য সেন। একের পর এক প্রতিযোগিতায় দাপটের সঙ্গে খেলে চলেছেন তিনি। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকটিও জিতে নিয়েছেন তিনি। আর এই স্বপ্নের ফর্মে থাকার পুরস্কার যেন পেলেন লক্ষ্য। সম্প্রতি BWF -এর তরফে প্রকাশিত ব্যাডমিন্টনের সাম্প্রতিক ক্রমতালিকায় একধাপ উঠে ১১ নম্বরে জায়গা পাকা করলেন তিনি। অর্থাৎ প্রথম দশে ঢোকার থেকে মাত্র একধাপ দূরে রয়েছেন লক্ষ্য।
লক্ষ্যের ক্রমতালিকায় উন্নতি ঘটলেও ক্রমতালিকায় এক জায়গাতেই রয়েছে গেলেন ভারতের হয়ে অলিম্পিকে জোড়া পদকজয়ী পিভি সিন্ধু। বলা ভালো তারকা শাটলার তার জায়গাটি ধরে রাখতে সক্ষম হলেন। সদ্য প্রকাশিত ক্রমতালিকায় ৭ নম্বরে রয়েছেন তিনি। মঙ্গলবারেই ঘোষণা করা হয়েছে এই নয়া ক্রমতালিকা। এই মুহূর্তে সেনের ঝুলিতে রয়েছে ৭০,০৮৬ পয়েন্ট। পুরুষ বিভাগে তালিকার শীর্ষে রয়েছেন অলিম্পিক গেমসের চ্যাম্পিয়ন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন।
প্রসঙ্গত সদ্য সমাপ্ত জার্মান ওপেনের সেমিফাইনালে এই ভিক্টর অ্যাক্সেলসেনকে হারিয়েই ফাইনালে গিয়েছিলেন লক্ষ্য। যদি ও পায়ে ফোস্কার সমস্যা মোকাবিলা করতে গিয়ে ফাইনালে তাকে থাইল্যান্ডের প্রতিপক্ষ কুনলাভুত ভিতিডসার্নের কাছে হারতে হয়। অপর ভারতীয় কিদাম্বি শ্রীকান্ত ৬৯,১৫৮ পয়েন্ট নিয়ে ক্রমতালিকায় ১২ নম্বর স্থানে রয়েছেন। বি সাঁই প্রনীত একধাপ নিচে নেমে রইলেন ১৯ তম স্থানে। অপরদিকে ৯০,৯৯৪ পয়েন্ট নিয়ে নিজের ৭ নম্বর জায়গা ক্রমতালিকায় ধরে রাখলেন পিভি সিন্ধু।
For all the latest Sports News Click Here