বিশ্বের সেরা-বুমরাহকে দরাজ সার্টিফিকেট নাক উঁচু নাসেরের, খুশি সচিন
বর্তমানে সমস্ত ফর্ম্যাটের সেরা বোলার জসপ্রীত বুমরাহ। এমনটাই মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের এই কথাকে সমর্থন করলেন সচিন তেন্ডুলকর। নিজের সোশ্যাল মিডিয়াতে সেটি স্পষ্ট করলেন সচিন। তিনি নিজের টুইটারে লিখলেন, ‘আমি কিছুদিন ধরেই মনে করছিলাম যে বুমরাহ সব ফর্ম্যাটে সেরা বোলার। নাসের হুসেন শুনে ভালো লাগলো সম্প্রচারে আমার সঙ্গে আপনিও একমত হলেন।’
ভারত বনাম ইংল্যান্ডের সিরিজের প্রথম একদিনের ম্যাচের মাঝেই এই কথা স্বীকার করলেন তিনি। আসলে বাটলারদের বিরুদ্ধে ৬ উইকেট নিতেই নাসের হুসেনের গলায় বুমরাহের প্রশংসা শোনা গেল। আর হবে নাই বা কেন, এদিন একাই প্রায় শেষ করে দিলেন ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ।
আরও পড়ুন… ১৭ রানে চার উইকেট! অল্পের জন্য লজ্জার রেকর্ড থেকে রক্ষা পেল বাটলারের ইংল্যান্ড
একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে সেরা বোলিং করলেন জসপ্রীত বুমরাহ। বলা যেতে পারে ইংল্যান্ডের মাটিতে নজির গড়লেন বুমরাহ। ওভালে মঙ্গলবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। এদিন প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে একেবারে ধসে যায় ইংল্যান্ডের ইনিংস। জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামিদের সুইং বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি ইংল্যান্ড ব্যাটাররা। এদিন ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগার গড়লেন জসপ্রীত বুমরাহ।
আরও পড়ুন… ১৭ রানে চার উইকেট! অল্পের জন্য লজ্জার রেকর্ড থেকে রক্ষা পেল বাটলারের ইংল্যান্ড
ওভালের ম্যাচে ৭.২ ওভারের বোলিং করে ১৯ রানের বিনিময়ে বুমরাহ নিয়েছেন ইংল্যান্ডের ৬টি উইকেট। যা থ্রি লায়ন্সদের বিরুদ্ধে ভারতীয় বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স। আর এই পারফরম্যান্স করে তিনি পিছনে ফেলে দিয়েছেন প্রাক্তন ভারতীয় পেসার আশিস নেহেরাকে। উল্লেখ্য ২০০৩ বিশ্বকাপে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য বাঁহাতি পেসার আশিস নেহেরার বোলিংয়ে সেদিনও নাভিশ্বাস উঠেছিল ইংল্যান্ড ব্যাটারদের। ২৩ রান দিয়ে সেদিন ৬ উইকেট নিয়েছিলেন নেহেরা। যা এতদিন পর্যন্ত ছিল রেকর্ড।
আরও পড়ুন… ১৭ রানে চার উইকেট! অল্পের জন্য লজ্জার রেকর্ড থেকে রক্ষা পেল বাটলারের ইংল্যান্ড
এদিনটা বিশেষ দিন ছিল জসপ্রীত বুমরাহের কাছে। কারণ তিনি এদিন ইংল্যান্ডের ইনিংস ভেঙে দেওয়া সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন। বুমরাহ প্রথম ভারতীয় বোলার যিনি ইংল্যান্ডের মাটিতে ৬ উইকেট শিকার করলেন। দ্বিতীয় ওভারে জেসন রয়কে বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন জসপ্রীত বুমরাহ। খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন রয়। একই ওভারের শেষ বলে জো রুটকে আউট করে ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেন বুমরাহ। রুটও খাতা না খুলেই আউট হন। বেয়ারস্টোকে প্যাভিলিয়নের পথ দেখান বুমরাহ। বেয়ারস্টো করেন ৭ রান। দলের রান যখন ২৬ রান, তখন লিয়াম লিভিংস্টোনকে ব্যাক্তিগত শূন্য রানে সাজঘরে ফেরান বুমরাহ। একদিনের ক্রিকেটে এটাই প্রথমবার যখন জসপ্রীত বুমরাহ পাওয়ার প্লেতে তিনটি উইকেট নিলেন। এরপরে ডেভিড উইলিকে আউট করেন বুমরাহ। ব্রেডন ক্রাসকেও বোল্ড করেন বুমরাহ।
For all the latest Sports News Click Here