বিশ্বের সর্বত্র টেস্ট জয়ের নজির অধিনায়ক কোহলির দখলে, ব্যতিক্রম শুধু নিউজিল্যান্ড
ব্যাটসম্যান বিরাট কোহলির নিজের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। গত দু’বছরে তিনি কোনও শতরান করতে পারেননি। কোহলির গড়ও গত দু’ বছরে ২৬.০৮। ক্রিকেটার হিসেবে কোহলির পারফরম্যান্স যতই খারাপ হোক না না কেন, অধিনায়ক হিসেবে তাঁর পারফরম্যান্স কিন্তু রীতিমতো নজর কাড়া। বিশ্বের সর্বত্র অধিনায়ক কোহলি রীতিমতো দাপিয়ে বেড়িয়েছেন। ব্যতিক্রম শুধু নিউজিল্যান্ড।
ভারত অধিনায়ক হিসেবে কোহলি বিশ্বের সর্বত্র সবচেয়ে বেশি টেস্টে সাফল্য পেয়েছেন। তাঁর মতো সাফল্যের রেকর্ড ভারতের আর কোনও অধিনায়কের নেই। শুধুমাত্র নিউজিল্যান্ডে তাঁকে ছাপিয়ে গিয়েছেন মনসুর আলি খান পতৌদি। বাকি ইংল্যান্ড (৩), অস্ট্রেলিয়া (২), দক্ষিণ আফ্রিকা (২), ওয়েস্ট ইন্ডিজ (৪), শ্রীলঙ্কায় (৫) ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড রয়েছে কোহলিরই। এমন কী ঘরের মাঠেও (২৪) কোহলি ভারত অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট জিতেছেন। শুধু নিউজিল্যান্ডের মাটিতে (৩) পতৌদি ভারত অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট জেতার রেকর্ড করেছেন।
দক্ষিণ আফ্রিকায় এখনও পর্যন্ত কোনও টেস্ট সিরিজ জেতেনি ভারত। এ বার তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই ১১৩ রানে জয় ছিনিয়ে নিয়েছে কোহলির ভারত। পাশাপাশি সেঞ্চুরিয়নে এশিয়ার প্রথম দল হিসেবে কোনও টেস্ট ম্যাচ জেতার রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। নিঃসন্দেহে এটা তাদের জন্য বড় সাফল্য়। পরের দু’টি ম্যাচ ভারত না হারলেই সিরিজ তারা পকেটে পুড়ে ফেলবে। এখন দেখার, বাকি দু’টি টেস্টে ভারত প্রোটিয়াদের আটকে দেয়, নাকি দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়ায়!
For all the latest Sports News Click Here