বিশ্বসেরা শেফালিদের স্পেশাল বার্তা দ্রাবিড়ের, বিশেষ সুযোগ দিলেন জয়ী পৃথ্বীকে
২৯ জানুয়ারি ২০২৩। এই দিনটি ভারতীয় ক্রিকেটের অন্যতম স্মরণীয় দিন হয়ে থাকবে। বিশেষ করে ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য। এর আগে ভারতীয় মহিলা দল কোনও আইসিসির টুর্নামেন্ট থেকে কাপ আনতে পারেনি। মহিলাদের সিনিয়র দল তিনবার বিশ্বকাপ ফাইনালে উঠলেও জিততে ব্যর্থ হয়।
কমনওয়েলথ গেমসেও রুপো আনেন তাঁরা। ভারতীয় মহিলা দল আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সফল দল হলেও বিশ্বকাপ জিততে ব্যর্থ তাঁরা। এতদিনের সেই বেদনা ভুলিয়ে দিল অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। সারা বিশ্ব থেকে শুভেচ্ছা বার্তা এসেছে তাঁদের জন্য। বিসিসিআই টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে, ভারতীয় পুরুষ দলের সদস্যরা অভিনন্দন জানাচ্ছেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারতীয় দল। প্রথম ম্যাচে হেরে লখনউতে দ্বিতীয় ম্যাচে সমতা ফেরাতে সক্ষম হয়েছে ভারতীয় পুরুষ দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের পোস্ট করা একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রধান কোচ রাহুল-সহ পুরো দল একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে।
ভিডিয়োর শুরুতে ভারতীয় দলের কোচ রাহুল শুভেচ্ছা জানান। মিস্টার ডিপেন্ডেবল বলেন, ‘ভারতীয় মহিলা ক্রিকেটের খুব গুরুত্বপূর্ণ দিন এটা।’ তারপরে তিনি মাইক ধরিয়ে দেন ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক থাকা পৃথ্বী শ’য়ের হাতে। পৃথ্বী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন। তিনি এখন ভারতীয় দলের সদস্য। মহিলা দলকে শুভেচ্ছা জানিয়ে পৃথ্বী বলেন, ‘আমি মনে করি এটা একটা বিশাল প্রাপ্তি। এখানে উপস্থিত সকলে অনূর্ধ্ব-১৯ মহিলা দলকে অভিনন্দন জানাতে চায়। মহিলা দলকে অনেক অভিনন্দন। তোমরা দুর্দান্ত পারফরম্যান্স করেছ।’
ভারতীয় ক্রিকেটের জন্য একটি মাইলস্টোন অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি মহিলা বিশ্বকাপ জয়। ১৯৮৩ সালে ভারতীয় পুরুষ দল প্রথম বিশ্বকাপ জেতার পর ভারতবর্ষে ক্রিকেট খেলার এক আমূল পরিবর্তন আসে। ধীরে ধীরে ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বের অন্যতম ধনী বোর্ড হয়। ক্রিকেটের উন্নতি ঘটেছে। এসেছে একের পর এক ট্রফি।
For all the latest Sports News Click Here