‘বিশ্বকাপ শুরু করছ না কেন?’ অ্যাডে বিশ্বজয়ের সেলিব্রেশন করার আবদারে বিরক্ত ধোনি
সেই ঐতিহাসিক ছক্কার সেই ‘আইকনিক’ সেলিব্রেশন – ২০১১ সালের একদিনের বিশ্বকাপ জয়ের ১২ বছর পূর্তিতেও ওই দৃশ্যটা যেন আজও চোখে ভাসে দেশবাসীর। চোখটা একবার বন্ধ করলেই ভেসে ওঠে সেই মূহূর্তটা। চোখের সামনে চলে আসে মহেন্দ্র সিং ধোনির সেই ব্যাট ঘোরানো। কিন্তু এভাবে যে বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনে মাতবেন, সেটা কি আগে থেকে ঠিক করে রেখেছিলেন? সেই বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ধোনি। সেইসঙ্গে তিনি জানালেন, বিশ্বকাপের পর বিভিন্ন বিজ্ঞাপনে ওই সেলিব্রেশন করার জন্য বারবার অনুরোধ করা হত। সেই ঘটনায় যারপরনাই বিরক্ত হতেন, তা লুকিয়ে রাখলেন না ধোনি।
রবিবার ভারতের বিশ্বকাপ জয়ের বর্ষপূর্তিতে আইসিসির তরফে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই ২০১১ সালের বিশ্বকাপের ফাইনালে জয়সূচক ছক্কা মারার পর ব্যাট ঘোরানো নিয়ে ধোনিকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘ওই ঘটনাটা স্রেফ হয়ে গিয়েছিল। ওটা একেবারেই পরিকল্পিত ছিল না। ব্যাটটা আপনা-আপনিই উপরে উঠে গিয়েছিল। নিজে নিজেই ঘুরতে শুরু করে দিয়েছিল ব্যাট।’
তবে সেই সেলিব্রেশনের জন্য বিভিন্ন সংস্থার বিজ্ঞাপনে যে ঝক্কি হয়েছিল, তাতে রীতিমতো বিরক্ত হন ধোনি। রবিবার ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘তারপর যখন বিজ্ঞাপনের জন্য গিয়েছিলাম (তখনও সেলিব্রেশন করতে বলছিল)। ওরা সবথেকে সাম্প্রতিক ঘটনার সদ্ব্যবহার করতে চায়। আমায় বলত যে ওরকমভাবেই সেলিব্রেশনটা কর। আমি বলতাম যে আপনারা কেন একটা বিশ্বকাপ শুরু করছেন না? যে জিনিসটা মাঠেই থেকে গিয়েছে, (সেটা ফের করা যায় না)। এটা আসলে হাস্যকর।’
আরও পড়ুন: এই ব্যাটেই এসেছিল সেই ছক্কা! বিশ্বকাপ জেতানো ধোনির ব্যাটের দাম উঠল ৭২ লাখ টাকা
ধোনি বলেন, ‘যখন আপনি কোনও বিজ্ঞাপন সংক্রান্ত কাজ করেন, তখন ওরা চায় যে মাঠে শট মরার সময় যেমন অভিব্যক্তি ছিল, সেটা যেন অ্যাডের ক্ষেত্রেও থাকে। বিষয়টা আরও হালকা হতে শুরু করে। (ওরা বলে যে) আমরা একইরকম ফোকাস চাই (চোখে-মুখে)। আমি বলি যে ঠিক আছে। কিন্তু বলটা কোথায়? আপনাকে কিছু একটায় ফোকাস করতে হবে। তারপর দ্বিতীয় বলা যায় যে আমি শট মারছেন, সেটা মনে করুন। সেটার পর বলবে যে ব্যাটটা বেশি জোরে যাচ্ছে। তাই ছবিটা আবছা হয়ে যাচ্ছে।’
আরও পড়ুন: ICC ODI WC 2023: ধোনিদের জয়ের বর্ষপূর্তিতে ODI বিশ্বকাপের লোগো প্রকাশ ICC-র
ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক আরও বলেন, ‘আমার তখন একটাই প্রশ্ন থাকে, আপনি প্রতিটি জিনিস আমার থেকে ছিনিয়ে নিচ্ছেন। অথচ আপনার মাঠের মতোই অভিব্যক্তি চাই! আমি বলি যে কেন আপনার ম্যাচের ফুটেজই ব্যবহার করে নিচ্ছেন না। ওটাই সেরা অভিব্যক্তি হবে। কারণ আমাদের ওখানে কিছু আলাদাভাবে দেখাতে হচ্ছে না।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
For all the latest Sports News Click Here