বিশ্বকাপ ফাইনালের হারের যন্ত্রণা ভুলে নতুন লড়াই শুরু, অনুশীলনে ফিরলেন এমবাপে
শুভব্রত মুখার্জি: কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্তিনার কাছে হারতে হয়েছে ফ্রান্সকে। দুরন্ত লড়াই করে শেষ পর্যন্ত টাইব্রেকারে গিয়েও শেষরক্ষা করতে পারেনি ফ্রান্স। ফাইনালে কার্যত একার কাঁধে ফ্রান্সকে টেনে নিয়ে যান কিলিয়ান এমবাপে। এমন কী ফাইনাল ম্যাচে হ্যাটট্রিকও করেন তিনি। লড়াই করেও শিরোপা না জেতার হতাশাকে সঙ্গী করেই দেশে ফিরেছেন এমবাপে। তবে বিশ্বকাপ হারের হতাশাকে এ বার দূরে সরিয়ে রেখে অনুশীলনে ফিরলেন এমবাপে।
আরও পড়ুন: মেসির পাশে দাঁড়িয়েই এমবাপের পুতুল হাতে ধরে শোভাযাত্রায় ঘুরলেন মার্টিনেজ
বিশ্বকাপ ফাইনালে হারের তিন দিনের মাথাতেই তাঁর ক্লাব পিএসজির হয়ে অনুশীলনে ফিরলেন তিনি। পিএসজির সমস্ত ফুটবলারকেই ১০ দিনের ছুটি দেওয়া হয়েছে। তা সত্ত্বে ক্লাব চত্বরে উপস্থিত হয়েছিলেন এমবাপে। যদিও তাঁর চোখেমুখে ক্লান্তি, হতাশার ছাপ স্পষ্ট ছিল। পিএসজির তরফে একটি ছবি টুইট করা হয়। ক্যাপশনে লেখা হয় ‘ক্লাবে অনুশীলনে ফিরেছেন কিলিয়ান এমবাপে।’
উল্লেখ্য কাতার বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার ছিলেন কিলিয়ান এমবাপে। তিনি মোট আটটি গোল করেন। এর পরেই তালিকায় ছিলেন তাঁর ক্লাব সতীর্থ লিওনেল মেসি। মেসি, এমবাপেরা যে সামনের বছর জানুয়ারির আগে ক্লাবে ফিরছেন না, সেটাই জানত সকলে। তবে বিশ্বকাপ শেষ হওয়ার ঠিক পরে পরেই এমবাপের ক্লাব তাঁবুতে উপস্থিতি অবাক করেছে বিশেষজ্ঞদের। তবে ক্লাবে আসলেও ২৯ ডিসেম্বর লিগ -ওয়ানের ম্যাচে স্ট্রাসবুর্গের বিরুদ্ধে এমবাপে খেলবেন কিনা, সেই বিষয়টি নিশ্চিত নয়।
আরও পড়ুন: মেসি নাকি ২০২৬ বিশ্বকাপেও খেলবেন- প্রাক্তন আর্জেন্তাইন তারকার দাবিতে চাঞ্চল্য
উল্লেখ্য, কাতার বিশ্বকাপের ফাইনাল নিয়ে ফরাসি দলের উপর একটি ডকুমেন্টরি শুট করা হচ্ছে। যেখানে দেখা গিয়েছে, বিরতিতে ২-০ গোলে পিছিয়ে থাকার পর জাতীয় দলের সতীর্থদের অনুপ্রাণিত করতে ‘পেপটক’ দিচ্ছেন এমবাপে। যেখানে দেখা যায় এমবাপে বলছেন, ‘এটা বিশ্বকাপ ফাইনাল। আমরা ২-০ ফলে হারছি। আমরা ম্যাচে ফিরে আসতে পারি। সবাইকে বলছি, মনে রেখ এটা (বিশ্বকাপ ফাইনাল) কিন্তু চার বছরে একবার আসে।’
For all the latest Sports News Click Here