বিশ্বকাপ ফাইনালের মঞ্চে দীপিকার উজ্জ্বল উপস্থিতি, ইতিহাস গড়তে যাচ্ছেন নায়িকা?
বিশ্বজোড়া খ্যাতি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। আন্তর্জাতিক মঞ্চে একাধিকবার দেশের মুখ উজ্জ্বল করেছেন অভিনেত্রী। এবার দীপিকার মুকুটে যোগ হচ্ছে নয়া পালক। তাঁকে দেখা যাবে কাতার বিশ্বকাপের মঞ্চে।
‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ফাইনালের মঞ্চে হাজির থাকার কথা রয়েছে দীপিকার। আগামী ১৮ ডিসেম্বর ফাইনাল। দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে হাজির হয়ে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন অভিনেত্রী। সম্ভবত প্রথম অভিনেত্রী হিসেবে ফাইনালে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা।
আরও পড়ুন: বুলগারির অনুষ্ঠানে সিজনের হটেস্ট কালারের পোশাকে প্রিয়াঙ্কা, বেসামাল নিক যা বললেন
জমকালো ফাইনাল অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কাতারে এখন নক আউট পর্বের খেলা চলছে। শোনা গিয়েছে, শীঘ্রই কাতারে উড়ে যাবেন দীপিকা। বিশ্বকাপে ভারত যোগ্যতা অর্জন করতে পারেনি ঠিকই। তবে কাতার বিশ্বকাপের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে এই দেশের নাম। ফাইনালের মঞ্চে ভারতীয় সুন্দরী অভিনেত্রীর উজ্জ্বল উপস্থিতি নিঃসন্দেহে দেশের গর্ব।
এর আগে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি সদস্য হওয়ার পরই ‘গোল্ডেন রেশিও অফ বিউটি’র তরফে সেরা দশ সুন্দরীদের তালিকায় উঠে এসেছিল দীপিকার নাম। একমাত্র ভারতীয় হিসেবে এই অসামান্য কীর্তির অধিকারী হয়েছিলেন তিনি। এবার বিশ্বকাপের ফাইনালে থাকার খবর সত্যি হলে তা বড় পাওনা হবে।
শীঘ্রই দীপিকা পাড়ুকোনকে রণবীর সিং-এর বিপরীতে ‘সার্কাস’ ছবিতে দেখা যাবে। এছাড়াও জানুয়ারি শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’ ছবিতে দেখা মিলবে নায়িকার। হৃতিক রোশনের সঙ্গেও প্রথমবার জুটি বাঁধছেন অভিনেত্রী। ছবির নাম ‘ফাইটার’।
For all the latest entertainment News Click Here