বিশ্বকাপ জিতে মারাদোনাকে নীরবে জবাব দিলেন স্কালোনি
আজ থেকে ঠিক চার বছর আগের কথা। আর্জেন্তিনা জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নেন লিওনেল স্কালোনি। সেই সময় স্কালোনিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন দিয়াগো মারাদোনা। তিনি বলেছিলেন, স্কালোনির রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রন করার ক্ষমতা নেই। যা নিয়ে কম বিতর্ক হয়নি। কেউ কেউ মারাদোনার কথায় সমর্থন করে স্কালোনিকে বিদ্রুপও করেছিলেন। আজ সেই স্কালোনি সেই উত্তর দিলেন। ৩৬ বছরের অধরা স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করলেন স্কালোনি।
আরও পড়ুন… FIFA WC 2022-এভাবে আমরাও নম্বর ১০ এর জন্য লড়েছিলাম, মেসির সঙ্গে সচিনকে জুড়লেন যুবি
এই বিশ্বকাপে যদি মেসি এবং ডি মারিয়া নায়ক হতে পারেন, তাহলে অবশ্যই তাদের পিছনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন স্কালোনি। তাই দলকে বিশ্বকাপ এনে দিয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি। ট্রফি হাতে নিয়ে আবেগপ্রবন হয়ে যান মেসিদের হেড স্যার। আনন্দ অশ্রুকে সঙ্গে করে স্কালোনি বলেন, ‘এই মুহূর্ত আমি কোনও দিনও ভুলতে পারব না। ছেলেদের দেখে সত্যি আনন্দ হচ্ছে। অনেক জবাব দেওয়ার বাকি ছিল। আজ দিলাম। কাউকে উদ্দেশ্য করে কিছু বলতে চাই না। আমি এই দলের দায়িত্ব নেওয়ার সময় অনেক কথা শুনতে পেয়েছিলাম। তখন কোনও উত্তর দেওয়ার প্রয়োজন করিনি। কারন আজকের এই দিনটার অপেক্ষায় ছিলাম।’
আরও পড়ুন… Ban vs Ind: ছিটকে গেলেন তিন তারকা-দলে নাসুম, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের টিম ঘোষণা করল বাংলাদেশ
পাশাপাশি মেসিদের প্রশংসা করতেও ভোলেননি স্কালোনি। তিনি বলেছেন, ‘আর্জেন্তিনার দায়িত্ব নেওয়ার পর অনেক লড়াই করতে হয়েছে আমাদের। রাস্তাটা মোটেই সহজ ছিল না আমাদের জন্য। প্রচুর লড়াই করতে হয়েছে আমাদের। তার মাঝেও এটা দেখে ভালো লাগছে ছেলেরা আমার কথা শুনেছে। একজন কোচের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ওদের এই পারফরম্যান্স সবসময় মনে থাকবে। এই মুহূর্তটা ওদের কাছেও স্মরনীয় হয়ে থাকবে। এই জয় ওদের জন্যই। ওরা ভালো খেলেছে বলেই সাফল্য পেয়েছে।’
দেশবাসীকে উদ্দেশ্য করে স্কালোনি বলেছেন, ‘প্রতিটি দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই, এই ভাবে আমাদের সমর্থন করার জন্য। আশা করব আগামীতেও এই ভাবেই আমাদের পাশে থাকবেন আপনারা। এই মুহূর্তটা আপনারাও উপভোগ করুন।’
For all the latest Sports News Click Here