বিশ্বকাপ জিতে মাঠেই ‘কালা চশমা’-য় উদ্দাম নাচ ভারতীয় মেয়েদের, ভাইরাল ভিডিয়ো
ইতিহাস গড়ল ভারতীয় অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল। প্রথমবার আয়োজিত আইসিসির মহিলা অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল শেফালি-তিতাসরা। স্বভাবতই খুশির জোয়ারে ভাসছে ভারত। ম্যাচ শেষে সেলিব্রেশন মুডে টিম ইন্ডিয়া। ম্যাচের পর ‘কালা চশমা’ গানে নাচতে দেখা গেল তাঁদেরকে।
দক্ষিণ আফ্রিকাতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয় ভারত। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শেফালি বর্মা। ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৭.১ ওভারে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায়। ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় ভারতীয় মহিলা দল। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন বাংলার তিতাস সাধু। তাঁর এই পারফরম্যান্স নজর কেড়েছে। ফাইনাল ম্যাচের সেরা হয়েছেন তিনি। ফাইনালে ভারতের বোলিং ও ফিল্ডিং বিভাগের দুর্দান্ত পারফরম্যান্স তাঁদের জিতিয়েছে।
অনূর্ধ্ব-১৯ মেয়েদের জয়ের সঙ্গে সঙ্গে শুভেচ্ছা বার্তা আসতে শুরু করেছে। সেই সময় মাঠেও জয় উদযাপন করতে থাকে ভারতীয় দল। ম্যাচের পর গলায় মেডেল ঝুলিয়ে বর্তমানে জনপ্রিয় হিন্দি গান ‘কালা চশমা’ গানে নাচতে দেখা যায় শেফালিদের। আইসিসি নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে ভিডিয়োটি পোস্ট করে। ক্যাপশনে লেখে ‘মাঠে এবং বাইরেও জিতছে (ভারতীয় দল)।’
ভিডিয়োয় দেখা গিয়েছে মাঠেই জয়ের উদযাপনে গানে নাচছেন তাঁরা। ভিডিয়োর নিচে অনেকে কমেন্ট করেন, ‘তোমাদের জন্য আমরা গর্বিত।’ ভারতীয় ক্রিকেটারদের এই নাচের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রথম ট্রফি জিতে যে, বেশ আনন্দিত ক্রিকেটাররা, তা তাদের দেখেই স্পষ্ট।
অন্যদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে চোখের জল ধরে রাখতে পারেননি ভারতীয় অধিনায়ক শেফালি বর্মা। তিনি বলেন, ‘মেয়েরা অবিশ্বাস্য খেলেছে। প্রত্যেককে একে অপরের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখেছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে চাই এমন একটা অসাধারণ দল আমার হাতে তুলে দেওয়ার জন্য।’
For all the latest Sports News Click Here