বিশ্বকাপ জয়ের ৪০ বছর পূর্তি, আগেভাগেই সেলিব্রেশন শুরু কপিল-গাভাসকরদের
সালটা ১৯৮৩। এত রমরমা নেই ভারতীয় ক্রিকেটের। বিশ্বকাপের তৃতীয় সংস্করণ। আয়োজক দেশ ইংল্যান্ড এবং ওয়েলস। বিশ্বকাপ ফাইনালে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। পরপর দু’বছর বিশ্বকাপ জেতা থেকে ক্রিকেটে রাজ করছে ক্যারিবিয়ান জোরে বোলাররা। বোলিংয়ের সামনে ভেঙে পড়ে কপিল দেবের নেতৃত্বাধীন দলের ব্যাটিং লাইনআপ। তবে ইতিহাসের সৃষ্টি হয় তখনই। দাঁত চেপে লড়াই করে ৪৩ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারত। বদলে যায় ভারতীয় ক্রিকেটের চালচলন। লেখা হয় এক নতুন ইতিহাস। সেই ইতিহাস এবং প্রথমবার বিশ্বজয়ের চল্লিশ বছর হতে চলেছে আজ অর্থাৎ ২৫ জুন। তার আগে সেই দলের অবিচ্ছেদ্য অংশ কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর বিশ্বকাপ দলের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘৮৩-র ছেলেরা সবাই একসঙ্গে।’
সেই ফাইনাল ম্যাচে টসে হারে ভারত। ওয়েস্ট ইন্ডিজের ভয়ংকর বোলারদের মুখোমুখি হয়ে একের পর এক উইকেট পড়তে থাকে দলের। সুনীল গাভাসকর নিজে ব্যক্তিগত ২ রানে প্যাভিলিয়নে ফিরে যান। যশপাল শর্মা, সন্দীপ পাটিল, কপিল দেব প্রত্যেককেই রান করতে ব্যর্থ হন। তবে পিচে পড়ে থাকেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত। ফাইনাল ম্যাচে ৩৮ রান করে ভারতের সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি। অন্যদিকে দুর্গ রক্ষা করেন মহিন্দর অমরনাথ। ৮০ বলে করেন ২৬ রান। এই দুই ব্যাটারের হার না মানা লড়াইয়ের জেরে ১৮৩ রানে পৌঁছয় ভারত। সেইখান থেকে শুরু এক নতুন লড়াই। যেন জেদ ধরে নিয়েছিল সবাই। খালি হাতে বাড়ি ফেরা যাবে না। মদন লাল, অমরনাথরা তিনটি করে উইকেট নিয়ে ভাঙতে থাকেন ওয়েস্ট ইন্ডিজের মেরুদন্ড।
অধিনায়ক কপিল দেবও নেন একটি উইকেট। সব মিলিয়ে ১৪০ রানে থেমে যায় ক্যারিবিয়ান তারকাদের ইনিংস। প্রথমবার কাপ ওঠে ভারতের হাতে। ম্যাচের সেরা হন অমরনাথ। সেই ঐতিহাসিক জয়ের ৪০ বছর হচ্ছে আজ। তার আগে কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকর ৮৩-র বিশ্বকাপ দলের সতীর্থদের একটি গ্রুপ ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘৮৩’র ছেলেরা সবাই একসঙ্গে হয়েছে, জয়ের ৪০ বছর উদযাপন করতে।’ কপিল দেব, দিলীপ বেঙ্গসরকার, শ্রীকান্ত, সন্দীপ পাটিল, অমরনাথরা লাইক করেছেন গাভাসকরের পোস্ট করা সেই ছবিটিকে।
৮৩ সালের পর দীর্ঘ ২৮ অপেক্ষা করে দ্বিতীয়বারের জন্য মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দলের হাতে ট্রফি ওঠে। সেই জয়েরও প্রায় অনেকটা সময় কেটে গিয়েছে। তারপর থেকে বিশ্বকাপ ট্রফি পায়নি ভারত। এইবার ফের ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেটের সেরা টুর্নামেন্ট। এখন দেখার প্রথম বিশ্বকাপ জেতার ৪০ বছর বর্ষপূর্তিতে ভারতীয় দল তৃতীয়বারের জন্য ট্রফি তুলতে পারে কিনা।
For all the latest Sports News Click Here