বিশ্বকাপে সোনা বাংলার মেহুলির, তুষারকে সঙ্গে নিয়ে চ্যাম্পিয়ন মিক্সড টিম ইভেন্টে
সাউথ এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন আগেই। তবে অধরা ছিল বিশ্বকাপের গোল্ড মেডেল। বাংলার মেহুলি ঘোষ অবশেষে গলায় ঝোলালেন বিশ্বকাপের সোনার পদক। তুষার মানের সঙ্গে জুটি বেঁধে চ্যাম্পিয়ন হলেন ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড টিম ইভেন্টে।
দক্ষিণ কোরিয়ার চ্যাংওনে আয়োজিত আইএসএসএফ শুটিং বিশ্বকাপের ১০ মিটার এয়ার রাইফেলে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন মেহুলি। শাহু তুষার মানের সঙ্গে জুটি বেঁধে তিনি লড়াই চালান মিক্সড টিম ইভেন্টে। হাঙ্গেরির এস্তার মেসজারোস ও ইস্তভান পেন জুটিকে ১৭-১৩ ব্যবধানে হারিয়ে স্বর্ণপদকের দখল নেন ভারতীয় জুটি।
তার আগে ভারত সোনা জেতে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টেও। সোনার পদক গলায় ঝোলান পলক ও শিব নারওয়াল জুটি। সুতরাং, মেহুলিরা চলতি বিশ্বকাপ থেকে দেশকে দ্বিতীয় স্বর্ণপদক এনে দেন।
আরও পড়ুন:- মিলার-মালানের ঝোড়ো ইনিংসও ফিকে, ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল আনকোরা লায়ন্স
২০১৯ সালে কাঠমান্ডুতে সাউথ এশিয়ান গেমসের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন মেহুলি। সিনিয়র কেরিয়ারে এটি তাঁর দ্বিতীয় গোল্ড মেডেল। এছাড়া ২০১৮ কমনওয়েলথ গেমসে রুপো জেতেন তিনি। সেবছরই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও ইয়ুথ অলিম্পিক গেমসেও রুপো জিতেছিলেন জয়দীপ কর্মকারের ছাত্রী।
আরও পড়ুন:- IND vs ENG: এখনও নাকি চোট সারেনি, দ্বিতীয় ODI-ও সম্ভবত খেলবেন না কোহলি
তুষার অবশ্য সিনিয়র পর্যায়ে এই প্রথম সোনা জিতলেন। মিক্সড টিম ইভেন্ট ছাড়া মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত বিভাগেও পদক জয়ের সম্ভাবনা রয়েছে মেহুলির।
For all the latest Sports News Click Here